এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) কোনটি বিষয়বস্তুগত মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
[A] স্মৃতি
[B] চিত্রগত
[C] আচরণ
[D] সংকেতিক বিষয়বস্তু
উঃ [A] স্মৃতি
২) বিঁনে-সাইমন অভীক্ষা- কোন ধরনের অভীক্ষা?
[A] ভাষাগত
[B] ভাষাবিহীন
[C] দলগত
[D] ব্যক্তিগত
উঃ [A] ভাষাগত
৩) কে বুদ্ধ্যাঙ্ক (IQ) -এর সুত্রকে সংশোধন করেন?
[A] বিঁনে
[B] টারম্যান
[C] স্টার্ন
[D] মেরিল
উঃ [B] টারম্যান
৪) শিশু যত বেশি ধারণা লাভ করতে পারবে তার তত বেশি _________ নির্ভুল ও ফলস্বরূপ হবে।
[A] ধারণা
[B] ভাষা
[C] চিন্তন
[D] প্রক্ষোভ
উঃ [C] চিন্তন
৫) মানবজীবনের সৃজন প্রক্রিয়া ও বুদ্ধিমত্তার যোগাযোগের সেতু হল-
[A] ভাষা
[B] চিন্তন
[C] প্রক্ষোভ
[D] প্রেষনা
উঃ [B] চিন্তন
৬) ‘b’-কে ‘d’ অথবা ‘d’ -কে ‘b’ লেখার অভ্যাস কোন বয়সে হ্রাস পায়?
[A] 7 বছর
[B] 6 বছর
[C] 8 বছর
[D] 9 বছর
উঃ [A] 7 বছর
৭) কোন বয়সে শিশুরা বিজ্ঞানভিত্তিক রহস্যময় গল্প পড়তে ভালোবাসে?
[A] 7 বছর
[B] 8 বছর
[C] 10 বছর
[D] 9 বছর
উঃ [C] 10 বছর
৮) কোন বয়সে শিশুরা সাবলীলভাবে লিখতে, পড়তে এবং শব্দের যে একাধিক অর্থ আছে তা বুঝতে পারে?
[A] 10 বছর
[B] 8 বছর
[C] 9 বছর
[D] 12 বছর
উঃ [B] 8 বছর
৯) শব্দার্থ ভাষার কি ধরনের উপাদান?
[A] যৌগিক
[B] মৌলিক
[C] যুক্ত
[D] মিশ্র
উঃ [B] মৌলিক
১০) পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শব্দচয়ন ও স্বরক্ষেপণের আয়ত্ত করাকে ভাষার কি বলে?
[A] শব্দার্থ
[B] বাক্যবিন্যাস
[C] প্রয়োগ
[D] ধ্বনি
উঃ [C] প্রয়োগ
১১) কত বছর বয়সের শিশু প্রকৃত অর্থে প্রথম অর্থপূর্ণ শব্দ বলতে পারে?
[A] 1 বছর
[B] 2 বছর
[C] 3 বছর
[D] 4 বছর
উঃ [A] 1 বছর
১২) ‘Vocables’ কি?
[A] আধো আধো স্বর এবং অর্থের সমন্বিত রূপ
[B] শব্দার্থ
[C] ধ্বনি
[D] বাক্য বিন্যাস
উঃ [A] আধো আধো স্বর এবং অর্থের সমন্বিত রূপ
১৩) সদ্যোজাত শিশু প্রথম কিসের মধ্যে নিয়ে সংযোগরক্ষার কৌশল ব্যবহার করে?
[A] ভাষার
[B] বচনের
[C] ক্রন্দনের
[D] কুইং-এর
উঃ [C] ক্রন্দনের
১৪) ভাষার উপর ______ নির্ভরশীল।
[A] চিন্তন
[B] ধারণা
[C] শব্দ
[D] বচন
উঃ [D] বচন
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) কোন উপাদানটি ভাষার উপাদান নয়?
[A] শব্দার্থ
[B] ব্যাকরণ
[C] প্রয়োগ
[D] চিন্তন
উঃ [D] চিন্তন
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now