এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) কে বলেছেন- ‘Child should be treated as Child?’
[A] রুশো
[B] ওয়েশলার
[C] বিনে
[D] গ্যানে
উঃ [A] রুশো
২) কোন মনোবিদ নৈতিক উন্নয়ন ব্যাখ্যা করেন?
[A] ম্যাকডুগাল
[B] থর্নডাইক
[C] কোহলবার্গ
[D] পিঁয়াজে
উঃ [C] কোহলবার্গ
৩) পিঁয়াজের নীতি শিশুর কী সম্পর্কিত ধারণা দেয়?
[A] মানবিক উন্নয়ন
[B] আবেগমূলক অনুকরণ
[C] প্রজ্ঞামূলক বিকাশ
[D] শারীরবৃত্তীয় উন্নয়ন
উঃ [C] প্রজ্ঞামূলক বিকাশ
৪) শিশুর ধারণা গঠনের ক্ষমতা কোন বিকাশের উপর নির্ভরশীল?
[A] বাচনিক
[B] নৈতিক
[C] প্রাক্ষোভিক
[D] দৈহিক
উঃ [A] বাচনিক
৫) ‘ব্লুম’স ট্যাক্সোমনির’ প্রথম স্তর কোনটি?
[A] লক্ষ্য অর্জন
[B] পঠন দক্ষতা
[C] পাঠক্রম ঘোষণা
[D] জ্ঞানমূলক বিষয়
উঃ [D] জ্ঞানমূলক বিষয়
৬) একজন শিক্ষকের কোন বিষয়ের জ্ঞান বিভিন্ন বয়সি ছেলে-মেয়েদের একটি শ্রেণীকক্ষকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে?
[A] শিক্ষার্থীদের পিতা-মাতার জীবিকা
[B] আর্থসামাজিক অবস্থা
[C] সাংস্কৃতিক অবস্থা
[D] বিকাশমূলক স্তর
উঃ [D] বিকাশমূলক স্তর
৭) জীবন বিকাশের সঙ্গে শিশুর কোন বিকাশ ওতপ্রোতভাবে জড়িত?
[A] দক্ষতা
[B] পর্যবেক্ষণ ক্ষমতা
[C] সৃজনশীলতা
[D] ভাষা
উঃ [D] ভাষা
৮) যে কারণে শিক্ষার্থীরা একে অন্যের থেকে আলাদা, সেটি হলো-
[A] বিকাশের মান
[B] বিকাশের ধারাবাহিকতা
[C] বিকাশের স্বাভাবিক ধারণ ক্ষমতা
[D] বৃদ্ধি ও বিকাশের নীতি
উঃ [A] বিকাশের মান
৯) মানবিক বিকাশ কিছু নীতির ওপর নির্ভরশীল- নীচের কোনটি মানবিক বিকাশের নীতির মধ্যে পড়ে না?
[A] ধারাবাহিকতা
[B] সাধারণ থেকে বিশেষীকরণ
[C] দ্বন্দ্ব
[D] নিরবচ্ছিন্নতা
উঃ [C] দ্বন্দ্ব
১০) শিশুর এক বছর বয়সে ওজন জন্মের সময়ের ওজনের কত গুণ বৃদ্ধি পায়?
[A] 3 গুন
[B] 2 গুন
[C] 4 গুন
[D] 6 গুন
উঃ [A] 3 গুন
আরও পড়ুনঃ
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ৫
প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট- ৪
১১) শিশু 2 মাস বয়সের কাছাকাছি সময়ে স্বরবর্ণের মতো যে শব্দ করে তাকে কি বলে?
[A] Cooing
[B] Rooting
[C] Nooding
[D] Babbling
উঃ [A] Cooing
১২) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিশ্রণের যে বিশেষ ধরনের শব্দ উচ্চারিত হয়, তাকে কি বলে?
[A] Looking
[B] Cooing
[C] Babbling
[D] Rooting
উঃ [C] Babbling
১৩) কোন বয়সে একটি স্বাভাবিক শিশু Babbling করতে সক্ষম হয়?
[A] দু’ মাসের কাছাকাছি সময়ে
[B] চার মাসের কাছাকাছি সময়ে
[C] দু’ বছরের কাছাকাছি সময়ে
[D] চার বছরের কাছাকাছি সময়
উঃ [B] চার মাসের কাছাকাছি সময়ে
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৪) শিশুর একটি শব্দ ও তার সঙ্গে ইশারা করে মনের ভাব প্রকাশ করতে পারাকে ভাষা বিকাশের কোন স্তর বলা হয়?
[A] Telegraphic
[B] Reflective
[C] Development
[D] Holophrase
উঃ [D] Holophrase
১৫) ভাষাগত বিকাশে শিশু যখন একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করতে পারে, সেই স্তরকে কি বলা হয়?
[A] Cooing
[B] Babbling
[C] Telegraphic Speech
[D] Holopharase Speech
উঃ [C] Telegraphic Speech
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now