এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) ব্যক্তির ব্যক্তিবৈষম্যের জন্য কোন উপাদানটি দায়ী?
[A] পরিবেশ
[B] বংশগতি
[C] দুটোই
[D] কোনটিই নয়
উঃ [C] দুটোই
২) কিশোর অপরাধের কারণ কোনটি হতে পারে?
[A] বংশগতি
[B] পরিবেশ
[C] ভগ্ন পরিবার
[D] সবকটি
উঃ [D] সবকটি
৩) কোন জায়গায় শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ সবচেয়ে ভালো হয়?
[A] মিউজিয়াম
[B] বিদ্যালয় পরিবেশ
[C] অডিটরিয়াম
[D] খেলার মাঠ
উঃ [B] বিদ্যালয় পরিবেশ
৪) নিচের কোনটির ক্ষেত্রে বংশগতির প্রভাব সব থেকে কম?
[A] লিঙ্গ
[B] প্রতিক্রিয়ার সময়
[C] ওজন
[D] উচ্চতা
উঃ [B] প্রতিক্রিয়ার সময়
৫) শিশুর বিকাশে পরিবেশ না বংশগতি দায়ী, এই বিতর্কেকে কী নামে আখ্যায়িত করা হয়?
[A] Nature Vs Nurture Issue
[B] Normal Vs Abnormal Issue
[C] Early Vs Later Issue
[D] Continue Vs Discontinue Issue
উঃ [A] Nature Vs Nurture Issue
৬) ‘Law Of Ancestral Inheritance’ – কে আবিষ্কার করেন?
[A] Stone
[B] Goddard
[C] Galton
[D] Mendel
উঃ [C] Galton
৭) পিতা-মাতা ব্যতীত অন্যান্য দূরবর্তী পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য গুলি শিশুর মধ্যে বর্তায় তাকে কি বলে?
[A] Indirect Heredity
[B] Direct Heredity
[C] Continuous Heredity
[D] Distance Heredity
উঃ [A] Indirect Heredity
৮) কোনটি মানসিক বংশগতির উদাহরণ নয়?
[A] চিন্তন
[B] প্রক্ষোভ
[C] অবয়ব
[D] প্রবৃত্তি
উঃ [C] অবয়ব
শিশু বিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট
পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
বাংলা প্র্যাকটিস সেট
৯) ‘Environment is sumtotal of all the stimulations received by an individual from birth till death’ – কে বলেছেন?
[A] কার্ল
[B] ডেভিস
[C] স্টোন
[D] অ্যালপোর্ট
উঃ [C] স্টোন
১০) বংশগতির চতুর্থ সূত্রটি হলো-
[A] মানুষের অনার্জিত বিকাশগত বৈশিষ্ট্য সমানুপাতিক হারে সঞ্চালিত হয়
[B] মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বংশানুক্রমিক সঞ্চালন হয়
[C] মানুষের অনার্জিত বিকাশগত বৈশিষ্ট্য গড় অনুপাতে প্রবাহিত হয়
[D] মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বিষম হারে সঞ্চালিত হয়
উঃ [B] মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বংশানুক্রমিক সঞ্চালন হয়
১১) মেন্ডেলের সূত্রানুযায়ী, পিতা-মাতার মধ্যেকার মুখ্য এবং গৌণ গুণ দ্বিতীয় বংশধরদের মধ্যে কি অনুপাতে সঞ্চারিত হয়?
[A] 2:1
[B] 6:1
[C] 3:1
[D] 4:1
উঃ [C] 3:1
১২) বংশগতির একক কোনটি?
[A] শিশু
[B] জিন
[C] শিক্ষার্থী
[D] মানুষ
উঃ [B] জিন
১৩) কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয়?
[A] জলবায়ু
[B] আবহাওয়া
[C] খাদ্য পানীয়
[D] ঐতিহ্য ও সংস্কৃতি
উঃ [D] ঐতিহ্য ও সংস্কৃতি
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৪) বংশগতিবাদীগণ মনে করেন যে-
[A] বংশগতি হল অপরিবর্তনীয়
[B] বংশগতি হল পরিবর্তনীয়
[C] পরিবেশ হল অপরিবর্তনীয়
[D] পরিবেশ ও বংশগতি উভয়ই হল অপরিবর্তনীয়
উঃ [A] বংশগতি হল অপরিবর্তনীয়
১৫) শিশুর জীবন বিকাশ নির্ভর করে কিসের ওপর?
[A] শুধুমাত্র পরিবেশ
[B] শুধুমাত্র বংশগতি
[C] বংশগতি ও পরিবেশ
[D] বংশগতি পরিবেশ ও প্রেষণা
উঃ [D] বংশগতি পরিবেশ ও প্রেষণা
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now