এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set PDF
১) PTTI -এর পুরো কথা কী?
[A] Progressive Teachers’ Training Institute
[B] Pre- primary Teachers’ Training Institute
[C] Public Teachers’ Training Institute
[D] Primary Teachers’ Training Institute
উঃ [D] Primary Teachers’ Training Institute
২) ICDS -এর ক্ষেত্রে CDPO কী?
[A] Child Development Project Officer
[B] Children Development Project Officer
[C] Centralised District Project Officer
[D] Centralised District Planning Officer
উঃ [A] Child Development Project Officer
৩) VEC -এর পুরো কথা কী?
[A] Village Education Commission
[B] Village Efficiency Commission
[C] Village Education Committee
[D] Village Emergency Committee
উঃ [C] Village Education Committee
৪) DIET -এর পুরো কথা কী?
[A] District Inspector of Education and Training
[B] District Institute of Education and Training
[C] Direct Instruction of Education and Training
[D] District Initiative for Education and Training
উঃ [B] District Institute of Education and Training
৫) ICDS -এর প্রধান কার্যনির্বাহী হলেন?
[A] Block Development Officer
[B] District Inspector
[C] Child Development Project Officer
[D] Sub Inspector
উঃ [C] Child Development Project Officer
প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ১
৬) কিন্ডারগার্টেন ব্যবস্থায় কোনটি ব্যবহৃত হয়?
[A] কম্পিউটার
[B] মাদার প্লে
[C] রেডিও
[D] টেপ রেকর্ডার
উঃ [B] মাদার প্লে
৭) কোন ক্ষেত্রে শিশুর প্রক্ষোভ সর্বাধিক বিকাশ হয়?
[A] যখন শিশুর অনুভূতিগুলোকে পরিপূর্ণ মূল্য দেওয়া হয় এবং তাকে গুরুত্ব দেওয়া হয়
[B] যখন শিশুকে আরও বেশি করে শিখনের ক্ষেত্রে উজ্জীবিত করা হয়
[C] যখন শিশু পরীক্ষায় উচ্চমানের ফল লাভ করে
[D] যখন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সামর্থ্য অনুসারে শিক্ষাদান করেন
উঃ [A] যখন শিশুর অনুভূতিগুলোকে পরিপূর্ণ মূল্য দেওয়া হয় এবং তাকে গুরুত্ব দেওয়া হয়
৮) 6 বছর থেকে 11 বছর বয়সের শিশুরা তুলনামূলক রোগা হওয়ার কারণ কি?
[A] এই সময় শিশু দৈহিক সঞ্চালনা এবং ব্যায়াম করে
[B] এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে
[C] এই সময় শিশু বাইরের প্রক্রিয়াকরণজাত খাদ্যাভ্যাস শুরু করে
[D] এই সময় শিশু অতিরিক্ত পরিমাণে টেলিভিশনের প্রতি আসক্ত হয়ে ওঠে
উঃ [B] এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে
৯) শিখন হলো একটি-
[A] আচরণগত পরিবর্তন
[B] অভিজ্ঞতা এবং অভ্যাসের ফল
[C] তুলনামূলক স্থায়ী পরিবর্তন
[D] সবকটি
উঃ [D] সবকটি
১০) শিখনের সর্বোত্তম অর্থ হলো-
[A] আচরণের পরিবর্তন
[B] দক্ষতার আহরণ
[C] জ্ঞান আহরণ
[D] পরিবেশের সঙ্গে সংগতিবিধান
উঃ [A] আচরণের পরিবর্তন
১১) শিশুর বৃদ্ধির সংকেত কোথায় লিপিবদ্ধ থাকে?
[A] RNA -তে
[B] CNS -তে
[C] CSF -তে
[D] DNA -তে
উঃ [D] DNA -তে
১২) শিশুর জীবন বিকাশ বলতে বোঝায়-
[A] দৈহিক বিকাশ
[B] মানসিক বিকাশ
[C] প্রাক্ষোভিক বিকাশ
[D] সর্বাঙ্গীণ বিকাশ
উঃ [D] সর্বাঙ্গীণ বিকাশ
১৩) চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি কোন স্তরের অন্তর্ভুক্ত?
[A] প্রাথমিক কৈশোর
[B] প্রান্তীয় শৈশব
[C] প্রান্তীয় বাল্য
[D] যৌবনাগম
উঃ [C] প্রান্তীয় বাল্য
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
১৪) শিশুবিকাশের কোন পর্যায়টিকে ‘জীবনের রহস্যময় দশা’ হিসেবে বিবেচনা করা হয়?
[A] কৈশোর কাল
[B] বয়স্ককাল
[C] শৈশবকাল
[D] বাল্যকাল
উঃ [C] শৈশবকাল
১৫) পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শিশু বিকাশের পর্যায়কে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?
[A] 6 টি
[B] 3 টি
[C] 4 টি
[D] 5 টি
উঃ [C] 4 টি
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now