এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy
১) কোন সময় কালকে ‘Pre-gang’ স্তর বলা হয়?
[A] 0-2 বছর
[B] 2-6 বছর
[C] 6-11 বছর
[D] 12-15 বছর
উঃ [C] 6-11 বছর
২) জীবনবিকাশের কোন সময়কালে ‘Overlapping’ দেখা যায়?
[A] 11- 16 বছর
[B] 9- 11 বছর
[C] 7- 9 বছর
[D] 2- 8 বছর
উঃ [A] 11- 16 বছর
৩) কোন বয়সকালকে শৈশব বা Infancy বলা হয়?
[A] প্রাক-জন্ম থেকে 2 বছর
[B] “1” “1” /”2″ থেকে 2 বছর
[C] 6 মাস থেকে “1” “1” /”2″ বছর
[D] জন্ম থেকে 2 বছর
উঃ [D] জন্ম থেকে 2 বছর
৪) আদি বা প্রাথমিক বাল্যকাল স্তরের বয়সসীমা কত?
[A] 1- 3 বছর
[B] 3- 5 বছর
[C] 2- 5 বছর
[D] 1- 4 বছর
উঃ [C] 2- 5 বছর
৫) উত্তর বাল্যকালের বয়সসীমা কত?
[A] 5- 11 বছর
[B] 11- 15 বছর
[C] 2- 5 বছর
[D] 0- 2 বছর
উঃ [A] 5- 11 বছর
৬) জীবন বিকাশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্তরের ভাগ কয়টি?
[A] 2 টি
[B] 3 টি
[C] 4 টি
[D] 5 টি
উঃ [B] 3 টি
৭) মধ্য প্রাপ্তবয়স্ক স্তরের বয়সসীমা কত?
[A] 60- 80 বছর
[B] 80- 90 বছর
[C] 40- 60 বছর
[D] 19- 40 বছর
উঃ [C] 40- 60 বছর
৮) বিকাশ হল-
[A] ব্যক্তিগত প্রক্রিয়া
[B] দলগত প্রক্রিয়া
[C] সামাজিক প্রক্রিয়া
[D] গোষ্ঠীগত প্রক্রিয়া
উঃ [A] ব্যক্তিগত প্রক্রিয়া
৯) বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নির্দেশক বাক্য কোনটি?
[A] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়
[B] বৃদ্ধি হল দৈহিক, বিকাশ হল সাংস্কৃতিক বিষয়
[C] বৃদ্ধি হল সামাজিক, বিকাশ হল নৈতিক বিষয়
[D] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল প্রাক্ষোভিক বিষয়
উঃ [A] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়
১০) ICDS -এর সম্পূর্ণ নাম কী?
[A] Introducing Child Development Skill
[B] International Child Development Service
[C] Interrelated Child Development Society
[D] Integrated Child Development Service
উঃ [D] Integrated Child Development Service
১১) বিকাশ হল ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক ইত্যাদি চাহিদার ________ ফল।
[A] যোগ
[B] ভাগ
[C] মিথস্ক্রিয়া
[D] গুন
উঃ [C] মিথস্ক্রিয়া
Child Development & Pedagogy Important Questions
১২) নীচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?
[A] ওজন বৃদ্ধি
[B] ভাষার দক্ষতা
[C] শারীরিক সঞ্চালন
[D] জ্ঞানের প্রসারণ
উঃ [A] ওজন বৃদ্ধি
১৩) ‘বৃদ্ধি’ কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] পরিমাণগত পরিবর্তন
[B] গুণগত পরিবর্তন
[C] সামাজিক পরিবর্তন
[D] কোনোটিই নয়
উঃ [A] পরিমাণগত পরিবর্তন
১৪) কোন বয়সে শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত ঘটে?
[A] প্রথম 2 বছর
[B] 1- 5 বছর
[C] 1- 7 বছর
[D] 1- 10 বছর
উঃ [A] প্রথম 2 বছর
১৫) শিশুর সামগ্রিক বিকাশ হল-
[A] আকার ও আয়তনের পরিবর্তন
[B] আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি
[C] ওজনের পরিবর্তন
[D] ধারণার পরিবর্তন
উঃ [B] আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি
প্রাইমারি টেট প্র্যাকটিস সেটঃ
শিশুবিকাশ ও পেডাগজি সেট ১
শিশুবিকাশ ও পেডাগজি সেট ২
পরিবেশ বিদ্যা সেট ১
Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now