এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
প্রাইমারি টেট প্রশ্ন উত্তর পিডিএফ
১) জন্মোত্তর অবস্থার (Post-natal stage) সময়কাল হল-
[A] মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত
[B] প্রথম দুই সপ্তাহকাল
[C] দুই সপ্তাহ থেকে 2 বছর কাল
[D] কোনোটিই নয়
উঃ [A] মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত
২) প্রাক-প্রাথমিক শিক্ষা সাধারণত কত বছর বয়সে আরম্ভ হয়?
[A] “1” “1” /”2″ -2 বছর বয়সে
[B] 2- “2” “1” /”2″ বছর বয়সে
[C] “2” “1” /”2″ – “3” “1” /”2″ বছর বয়সে
[D] কোনোটিই নয়
উঃ [C] “2” “1” /”2″ – “3” “1” /”2″ বছর বয়সে
৩) প্রথম প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা কে বলেন?
[A] গান্ধীজী
[B] ফ্রয়েবেল
[C] রুশো
[D] প্লেটো
উঃ [D] প্লেটো
৪) ভারতবর্ষে বুনিয়াদি শিক্ষার জন্ম হয় সেবাগ্রাম পদ্ধতি থেকে। এই পদ্ধতি কে প্রবর্তন করেন?
[A] জন ডিউই
[B] রাধাকৃষ্ণন
[C] লক্ষণ স্বামী
[D] মহাত্মা গান্ধী
উঃ [D] মহাত্মা গান্ধী
৫) শিক্ষাবিদ রুশো তার ‘এলিম’ গ্রন্থে শিক্ষার জন্য যতগুলি স্তরের কথা বলেছেন তা হল-
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] কোনোটিই নয়
উঃ [B] চারটি
৬) চাকুরীজীবী পিতা-মাতারা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তা হল-
[A] নার্সারি স্কুল
[B] ক্রেশ
[C] মন্তেসরি স্কুল
[D] কোনোটিই নয়
উঃ [B] ক্রেশ
৭) শিশুর জীবন বিকাশ বলতে বোঝায়-
[A] দৈহিক বিকাশ
[B] মানসিক বিকাশ
[C] প্রাক্ষোভিক বিকাশ
[D] সর্বাঙ্গীণ বিকাশ
উঃ [D] সর্বাঙ্গীণ বিকাশ
৮) নীচের কোনটি শিশু বিকাশের একটি নীতি?
[A] পরিণমন এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে
[B] প্রতিটি শিশুর বিকাশ ও পরিপূর্ণরূপে পূর্বানুমান করা সম্ভব
[C] অভিজ্ঞতা হলো বিকাশের একমাত্র নির্ধারক
[D] শক্তিদায়ক সত্তা এবং শাস্তিবিধানের মাধ্যমে বিকাশ নির্ধারণ করা যায়
উঃ [A] পরিণমন এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে
৯) কোনটি বিকাশের নীতি নয়?
[A] সমস্ত দিকের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ
[B] বিকাশ ঘটে অভিজ্ঞতা এবং পরিণমনের মিথস্ক্রিয়ার মাধ্যমে
[C] সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয়
[D] সকল প্রকার বিকাশ একটি নির্দিষ্ট পর্যায়ক্রম অনুসরণ করে
উঃ [C] সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয়
১০) বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হল-
[A] ভ্রম প্রত্যক্ষন
[B] স্কুল পালানো
[C] নৈতিক সমস্যা
[D] অনিদ্রা
উঃ [C] নৈতিক সমস্যা
১১) কোন সময়কালকে ‘নির্ভরশীলতা হ্রাসের বয়স’ বলা হয়?
[A] শৈশবকাল
[B] সদ্যোজাত
[C] কৈশোরকাল
[D] বাল্যকাল
উঃ [C] কৈশোরকাল
১২) ধারণা বিকাশের সঙ্গে যুক্ত-
[A] বুত্তিমত্তার উন্নয়ন
[B] শিশুর উন্নয়ন
[C] শারীরিক সক্ষমতার উন্নয়ন
[D] ব্যক্তিস্বতন্ত্রতার উন্নয়ন
উঃ [A] বুত্তিমত্তার উন্নয়ন
১৩) উন্নয়নের ক্ষেত্রে PSRN শব্দটি কি অর্থ প্রকাশ করে?
[A] Problem Solving, Reasoning and Numeracy
[B] Problem Solving, Reasoning and Numerancy
[C] Preceptual Skill, Reasoning and Numeracy
[D] Preceptual Skill, Relationship and Numbers
উঃ [C] Preceptual Skill, Reasoning and Numeracy
১৪) জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে পিঁয়াজে কোন শব্দটি ব্যবহার করেছেন?
[A] স্কিমা
[B] আইকনিক
[C] অ্যাকশন স্কিমা
[D] ইগোসেন্ট্রিক
উঃ [A] স্কিমা
আরও পড়ুনঃ
বাংলা প্র্যাকটিস সেট
শিশুবিকাশ ও পেডাগজি সেট
পরিবেশ বিদ্যা সেট
১৫) এরিকসনের মতে মানুষের মনো-সামাজিক বিকাশের কয়টি দশা আছে?
[A] 6 টি
[B] 4 টি
[C] 10 টি
[D] 8 টি
উঃ [D] 8 টি
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
Primary TET Question PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now