আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Pedagogy Practice Set
১) একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন-
[A] উপযুক্ত পাঠ্যক্রম
[B] উপযুক্ত পরিবেশ
[C] উপযুক্ত শিক্ষক
[D] সবগুলি
উঃ [D] সবগুলি
২) খাদ্যদ্রব্যকে দূষণ করে-
[A] কীটনাশক
[B] রং
[C] সার
[D] সবগুলি
উঃ [D] সবগুলি
৩) i) শ্যামল মধুকে বলে ‘তৈলাক্ত জিনিস খাস না অম্বল হবে’ ii) মিনা তৈলাক্ত জিনিস খায় এবং অম্বলে আক্রান্ত হয় iii) রোহিত দেখেছি তৈলক তো জিনিস খেলে অম্বল হয় এবং তৈলাক্ত জিনিস না খেলে অম্বল হয় না
পরীক্ষামূলক শিখন হল-
[A] i) এবং iii)
[B] iii)
[C] i), ii) এবং iii)
[D] ii) ও iii)
উঃ [D] ii) ও iii)
৪) মূর্ত জিনিস হল-
[A] দৃষ্টিনির্ভর প্রদীপন
[B] শ্রুতিনির্ভর প্রদীপন
[C] দৃষ্টি ও শ্রুতিনির্ভর উপাদান
[D] পঠনযোগ্য
উঃ [A] দৃষ্টিনির্ভর প্রদীপন
৫) শ্রেণিকক্ষে নিম্ন প্রাথমিকে পরিবেশ পাঠদানের উপযুক্ত পদ্ধতি হল-
[A] বক্তৃতা
[B] বাস্তব জিনিস দেখিয়ে
[C] আলোচনা
[D] সবগুলি মিশিয়ে
উঃ [B] বাস্তব জিনিস দেখিয়ে
৬) পরিবেশ শিক্ষার শুরু করা উচিত-
[A] নিম্ন প্রাথমিক স্তর থেকে
[B] উচ্চ প্রাথমিক স্তর থেকে
[C] নিম্নমাধ্যমিক স্তর থেকে
[D] উচ্চ মাধ্যমিক স্তর থেকে
উঃ [A] নিম্ন প্রাথমিক স্তর থেকে
৭) একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত-
[A] পরিবেশ সম্পর্কে
[B] সাহিত্য, গণিত, বিজ্ঞান সম্পর্কে
[C] স্বাস্থ্য সম্পর্কে
[D] [A] ও [B] উভয়ই ঠিক
উঃ [D] [A] ও [B] উভয়ই ঠিক
৮) সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়-
[A] সুখ
[B] স্নেহ ও ভালোবাসা
[C] পরিবেশদূষণ
[D] সহযোগিতা
উঃ [C] পরিবেশদূষণ
৯) প্রাথমিকে পরিবেশের জন্য গঠনযোগ্য শিক্ষোপকরন হল-
[A] টেক্সট বই
[B] রেফারেন্স বই
[C] ইন্টারনেট
[D] সবগুলি
উঃ [A] টেক্সট বই
আরও পড়ুনঃ
Primary TET MATH Pedagogy Practice Set
Primary TET Bangla Pedagogy Practice Set
১০) গাছ থেকে বিচ্যুত হাওয়া খেতে হলে-
[A] বাড়ির চারপাশে জঙ্গল থাকলে ভালো হয়
[B] জঙ্গল একেবারে পরিষ্কার করা উচিত
[C] পরিকল্পনামাফিক গাছ লাগানো উচিত
[D] সবগুলিই ঠিক
উঃ [C] পরিকল্পনামাফিক গাছ লাগানো উচিত
১১) প্রাথমিকে পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ের থাকা উচিত –
[A] বিভিন্ন বিষয় নিয়ে ছোট করে বক্তব্য
[B] চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা
[C] চিত্রের প্রয়োজন নেই
[D] বর্ণনাধর্মী লেখা
উঃ [B] চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা
১২) যদি কোন খাদ্যকে সুগারফ্রি বলা হয় তখন এতে চিনির পরিমাণ-
[A] একেবারে থাকে না
[B] 0.5 গ্রামের কোন জিনিস রয়েছে প্রতি কাজের জন্য
[C] প্রতি কাজের জন্য 40 কিলোক্যালোরি তাপ উৎপাদনের মতো চিনি রয়েছে
[D] 10 দশ গ্রামের চেয়ে কম চিনি রয়েছে প্রতি কাজের জন্য
উঃ [B] 0.5 গ্রামের কোন জিনিস রয়েছে প্রতি কাজের জন্য
১৩) শিখনের বৈশিষ্ট্য হল-
[A] শিখন ব্যক্তিভিত্তিক
[B] শিখনে সক্রিয়তার প্রয়োজন
[C] শিখন অনুশীলনের ফল
[D] উপরে সবগুলি
উঃ [D] উপরে সবগুলি
১৪) TET পরীক্ষায় হলের মধ্যে যে পরিবেশ থাকা উচিত-
[A] শান্ত পরিবেশ
[B] সুস্থ ও শান্ত পরিবেশ
[C] সুস্থ দৈহিক পরিবেশ
[D] সুস্থ এলাকার পরিবেশ
উঃ [B] সুস্থ ও শান্ত পরিবেশ
১৫) স্কুলের শিশুদের মিড ডে মিল দেওয়া উচিত-
[A] শিশুদের ভালোভাবে টিফিন করার জন্য
[B] শিশুদের পুষ্টির জন্য
[C] শিশুদের পেট ভরানোর জন্য
[D] শিশুদের বাঁচিয়ে রাখার জন্য
উঃ [B] শিশুদের পুষ্টির জন্য