এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কি?
[A] বাংলাদেশকে জল দেওয়া
[B] গঙ্গায় বন্যা নিবারণ
[C] হুগলি নদীর নাব্যতা রক্ষা
[D] নদী পাড়ের ক্ষয় নিয়ন্ত্রণ
উঃ [C] হুগলি নদীর নাব্যতা রক্ষা
২) দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে কি বলে?
[A] অপুষ্টি
[B] খাদ্য সংকট
[C] দুর্ভিক্ষ
[D] দারিদ্র
উঃ [A] অপুষ্টি
৩) ভারতের জীব বৈচিত্র্য কোন ধরনের?
[A] আলফা বৈচিত্র্য
[B] বিটা বৈচিত্র্য
[C] গামা বৈচিত্র্য
[D] ফাই বৈচিত্র্য
উঃ [C] গামা বৈচিত্র্য
৪) বায়োস্ফিয়ার রিজার্ভের কোন এলাকা মানুষের বসবাস নিষিদ্ধ?
[A] কোর অঞ্চল
[B] বাফার অঞ্চল
[C] ট্রানজিসন অঞ্চল
[D] কোনটিই নয়
উঃ [A] কোর অঞ্চল
৫) বিটা বৈচিত্রের উদ্ভাবক কে?
[A] ট্যানসলে
[B] হেকেল
[C] চার্লস এলট
[D] হুইটেকার
উঃ [D] হুইটেকার
৬) জীব বৈচিত্র্য কত ধরনের?
[A] 1
[B] 2
[C] 3
[D] 4
উঃ [C] 3
৭) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের?
[A] 1
[B] 2
[C] 3
[D] 4
উঃ [C] 3
৮) ‘পোচিং’ শব্দের অর্থ কী?
[A] ডিম ভাজা
[B] চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা
[C] গন্ডার মারা
[D] বাঘমারা
উঃ [B] চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা
৯) বিপন্ন বা লুপ্ত প্রায় প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো-
[A] ব্ল্যাক ডাটা বুক
[B] রেড ডাটা বুক
[C] গ্রিন ডাটা বুক
[D] হোয়াইট ডাটা বুক
উঃ [B] রেড ডাটা বুক
১০) অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো-
[A] ব্ল্যাক ডাটা বুক
[B] রেড ডাটা বুক
[C] গ্রিন ডাটা বুক
[D] হোয়াইট ডাটা বুক
উঃ [C] গ্রিন ডাটা বুক
১১) মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তার নাম হলো-
[A] ব্ল্যাক ডাটা বুক
[B] রেড ডাটা বুক
[C] গ্রিন ডাটা বুক
[D] হোয়াইট ডাটা বুক
উঃ [A] ব্ল্যাক ডাটা বুক
১২) কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে গণ্য করা হবে?
[A] 25
[B] 30
[C] 40
[D] 50
উঃ [D] 50
১৩) জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরীতে সংরক্ষণ করা কোন ধরনের কনজারভেশন পদ্ধতি?
[A] ইন- সিটু
[B] এক্স -সিটু
[C] ট্র্যানসিটু
[D] ইনট্র্যানসিটু
উঃ [B] এক্স -সিটু
১৪) রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপনি -এর উৎস কি?
[A] মৌমাছি
[B] নয়নতারা
[C] সিঙ্কোনা
[D] সর্পগন্ধা
উঃ [D] সর্পগন্ধা
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) রক্তচাপ ও লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ অশ্বগন্ধা -এর উৎস কি?
[A] সাপের বিষ
[B] অশ্বগন্ধা
[C] তুলসী
[D] নিম
উঃ [B] অশ্বগন্ধা
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now