এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) কোনটি ডেট্রিভোরের উদাহরণ?
[A] ব্যাকটেরিয়া
[B] কাঠবিড়ালি
[C] কেঁচো
[D] কোনোটিই নয়
উঃ [A] ব্যাকটেরিয়া
২) Ecocline শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
[A] হুইটেকার
[B] হেকেল
[C] এলটন
[D] ট্যান্সলে
উঃ [A] হুইটেকার
৩) বাস্তুতন্ত্রের দুটি জীবের মধ্যে পারস্পারিক সহযোগিতাকে কি বলে?
[A] ক্ল্যাড
[B] সিমবায়োসিস
[C] স্ট্যান্ডিং কোয়ালিটি
[D] মেরি
উঃ [B] সিমবায়োসিস
৪) সিমবায়োসিস কথাটি প্রথম ব্যবহার করেন-
[A] ওডাম
[B] ডি. বেরি
[C] সোরেন সেন
[D] এলটন
উঃ [B] ডি. বেরি
৫) পুকুরের বাস্তুতন্ত্র কোনটি?
[A] লেটিক
[B] লেনটিক
[C] বেনথিক
[D] কোনোটিই নয়
উঃ [B] লেনটিক
৬) কে খাদ্যপিরামিডের ধারণা দেন?
[A] ওডাম
[B] এলটন
[C] হাক্সলে
[D] হেকেল
উঃ [B] এলটন
৭) খাদ্যপিরামিডের একক কি?
[A] সংখ্যা/ বর্গমিটার/ বছর
[B] গ্রাম/ বর্গমিটার/ বছর
[C] কিলো ক্যালোরি/ বর্গমিটার /বছর
[D] উপরের কোনোটিই নয়
উঃ [A] সংখ্যা/ বর্গমিটার/ বছর
৮) জলের বালির তলদেশে বসবাসকারী প্রাণীকে কি বলে?
[A] হোস্ট
[B] প্যারামাইট
[C] অ্যান্টিপড
[D] কোনোটিই নয়
উঃ [C] অ্যান্টিপড
৯) অসম্পূর্ণ বাস্তুতন্ত্র হলো-
[A] গুহা
[B] সমুদ্র
[C] স্থল
[D] কৃত্রিম বাস্তুতন্ত্র
উঃ [A] গুহা
১০) বিঘ্নিত ভারসাম্যহীন বাস্তুতন্ত্রকে স্থিতিশীল করার পদ্ধতিকে কি বলে?
[A] Restoration Ecology
[B] Biome Ecology
[C] Residencetime
[D] Ecological Efficiency
উঃ [A] Restoration Ecology
১১) নিম্নলিলিখিত কোনটি অনুখাদক?
[A] কেঁচো
[B] পিঁপড়ে
[C] উইপোকা
[D] মাটি
উঃ [B] পিঁপড়ে
আরও পড়ুনঃ
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ৫
প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট- ৪
১২) Human Ecology সম্বন্ধে প্রথম আলোকপাত করেন-
[A] হেকেল
[B] ব্যারোজ
[C] ওডাম
[D] লিন্ডেম্যান
উঃ [B] ব্যারোজ
১৩) নিম্নলিখিত কোনটি স্থায়ী বাস্তুতন্ত্র?
[A] অরন্য
[B] সমুদ্র
[C] গুহা
[D] তৃণভূমি
উঃ [B] সমুদ্র
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৪) মানুষ কোন শ্রেনীর খাদক-
[A] প্রথম শ্রেনির খাদক
[B] দ্বিতীয় শ্রেণির খাদক
[C] তৃতীয় শ্রেণির খাদক
[D] কোনোটিই নয়
উঃ [C] তৃতীয় শ্রেণির খাদক
১৫) জলে BOD বৃদ্ধি পেলে জলে দূষণের মাত্রা-
[A] বাড়বে
[B] কমবে
[C] একই থাকবে
[D] কোনোটিই নয়
উঃ [A] বাড়বে
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now