চাকরির খবর

Primary TET 2022: পরীক্ষা হলে কি কি নিয়মাবলী মানতে হবে জানিয়ে দিলো পর্ষদ

Advertisement

সম্প্রতি পর্ষদের তরফ থেকে প্রকাশ পেয়েছে টেটের গাইডলাইন সহ বিস্তারিত বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তি যেখানে টেট পরীক্ষার নির্ঘণ্ট, নিয়মকানুন সবই জানানো হয়। সেই বিজ্ঞপ্তিটিতে পরীক্ষার্থীদের উদ্দেশ্য জানানো হয়েছে একগুচ্ছ বিধিনিষেধের কথা। সে সমস্ত কথা মাথায় রেখেই পরীক্ষার হলে যেতে হবে তাঁদের। সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে অনুষ্ঠিত হবে এবছরের টেট পরীক্ষা।

কী কী নিয়মকানুন রাখা হয়েছে পরীক্ষার্থীদের জন্য?
১) আগামী ১১ই ডিসেম্বর হতে চলেছে টেট পরীক্ষা।
পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে পরীক্ষার হলে পৌছতে হবে পরীক্ষার্থীদের।
২) পরীক্ষা শেষ হওয়ার আগে ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনোও পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন না।
৩) পরীক্ষার হলে পরীক্ষার্থীদের অ্যাডমিটে রোল নম্বরের নামাঙ্কিত জায়গাতেই বসতে হবে। নচেৎ শাস্তিমূলক ব্যবস্থা থাকতে পারে।
৪) পরীক্ষার হলে কোনও ইলেকট্রনিক্স বস্তু বহন করে নিয়ে যাওয়া চলবে না। যেমন, মোবাইল ফোন, ইয়ারফোন, কোনোও প্রকার মাইক্রোফোন, স্ক্যানার, পেন ড্রাইভ, অথবা ব্লুটুথ জাতীয় জিনিস নিয়ে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ।

৫) টেট পরীক্ষার্থীরা পরীক্ষার হলে কোনও প্রকার গহনা অথবা ঘড়ি পরে বা বহন করে নিয়ে যেতে পারবেন না।
৬) পরীক্ষার্থীরা হাতে লেখা বা ছাপা কোনোও কাগজ নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পারবেন না।
৭) পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নিজেদের সাথে পেন্সিলব্যাগ, ক্যালকুলেটর, লেখার প্যাড, লগটেবিল, কার্ডবোর্ড, ইত্যাদি বহন করে নিয়ে আসতে পারবেন না।
৮) কোনোওপ্রকার খাবার অথবা পানীয় জাতীয় জিনিসও পরীক্ষাকেন্দ্রের ভিতর কঠোরভাবে নিষিদ্ধ।

আরও পড়ুনঃ প্রাইমারি টেট আজ পর্যন্ত কত লক্ষ আবেদন জমা পড়ল

টেট পরীক্ষার জন্য পর্ষদের পক্ষ থেকে যে এই একগুচ্ছ বিধিনিষেধ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের বক্তব্যে, “পরীক্ষার হলে ঘড়ি পরে আসতে না দেওয়া অথবা পেন্সিল, রবার সহ প্রয়োজনীয় জিনিস বহন করতে না দেওয়ার বিষয়গুলি অতিরিক্ত নিয়মের পর্যায়ে পড়ে যাচ্ছে”। একই সাথে তাঁদের মতে, “টেট পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা পরিচালক কে নিরপেক্ষ হতে হবে। তবেই দুর্নীতি রোখা সম্ভব”। সারা রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতার মধ্যেই হতে চলেছে এবছরের টেট পরীক্ষা। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা হবে। এবং সেই উদ্দেশ্যেই একগুচ্ছ বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে এবছরের টেট পরীক্ষা।

Related Articles