এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে গণিত পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Mathematics Pedagogy Practice Set
১) Communication is a means of persuasion to influence the other so that the desired effect is achieved “- উক্তিটি কার?
[A] Legans
[B] Newman
[C] Aristotle
[D] Birvenu
উঃ [C] Aristotle
২) জ্ঞানমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা হল–
[A] 5
[B] 6
[C] 7
[D] 8
উঃ [B] 6
৩) “ক্যালকুলাসের জনক” কাকে বলা হয়-
[A] Whitehead
[B] Caley
[C] Newton
[D] Leibniz
উঃ [C] Newton
৪) Mathematics is the science that draws necessary conclusion- এটি কে বলেছে?
[A] Peirce
[B] Young
[C] Wesley
[D] Locke
উঃ [A] Peirce
৫) নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়?
[A] বিমুর্ততা
[B] নির্ভুলতা
[C] মৌলিকতা
[D] ফলাফলের অনিশ্চয়তা
উঃ [D] ফলাফলের অনিশ্চয়তা
৬) নিচের কোনটি গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য নয়?
[A] সরলতা
[B] সঠিকতা
[C] স্পষ্টতা
[D] সর্বজনীনতা
উঃ [D] সর্বজনীনতা
৭) গণিতের লক্ষ্যগুলিকে কতগুলি ক্ষেত্রের সাহায্য প্রকাশ করা হয়ে থাকে?
[A] 2
[B] 3
[C] 4
[D] 5
উঃ [B] 3
৮) গাণিতিক যুক্তি কয় প্রকার?
[A] 2
[B] 3
[C] 4
[D] 5
উঃ [A] 2
৯) গণিতে সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত পদ্ধতির ধাপ সংখ্যা হল-
[A] 3
[B] 4
[C] 5
[D] 6
উঃ [C] 5
১০) গণিতের প্রকৃতি হল-
[A] গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী
[B] গাণিতিক জ্ঞান পরিমাণধর্মী
[C] গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি
১১) নিচের কোনটি সত্য নয়?
[A] গাণিতিক জ্ঞান সীমিত
[B] গনিত ন্যয় ও যুক্তিসম্মত বিজ্ঞান
[C] স্ব-মূল্যায়নের গণিত সাহায্য করে
[D] গণিত পরিমাপ ও স্থান সংক্রান্ত বিজ্ঞান
উঃ [A] গাণিতিক জ্ঞান সীমিত
আরও পড়ুনঃ
প্রাইমারি টেট বাংলা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পেডাগজি প্রাকটিস সেট
১২) mathematics is the mirror of civilization ” -এটি কার উক্তি?
[A] Heghen
[B] Bacon
[C] Whitehead
[D] Berthelot
উঃ Heghen
১৩) “গনিত হল সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার”- এটি কার উক্তি?
[A] Heghen
[B] Bacon
[C] Locke
[D] Berthelot
উঃ [B] Bacon
১৪) গুরুত্ব নির্ধারণ (Valuing) কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত?
[A] জ্ঞানমূলক
[B] অনুভূতিমূলক
[C] বিশ্লেষণমূলক
[D] মনঃসঞ্চালনমূলক
উঃ [B] অনুভূতিমূলক
১৫) গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেন?
[A] নিউটন
[B] লাইবনিৎস
[C] টেলর
[D] লুই কোশি
উঃ [D] লুই কোশি
Primary TET
Mathematics Pedagogy Practice Set PDF Download
গণিত পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Mathematics Pedagogy Practice Set: Download Now