সম্প্রতি পর্ষদের তরফ থেকে প্রকাশ পেয়েছে টেট ২০২২ এর বিস্তারিত গাইডলাইন। সেখানে পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের সাথে জানানো হয়েছে পরীক্ষার সিলেবাস সম্পর্কেও। এরই সাথে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হয়েছে বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্নপত্র। রাজ্যে অনুষ্ঠিত টেট পরীক্ষার পূর্ণনম্বর হবে ১৫০। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ৩০ নম্বর। এবং সেখানে থাকছে মোট পাঁচটি বিষয়। সেগুলি হলো, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, শিশুবিকাশ ও পেডাগজি ও পরিবেশ। এই পাঁচটি বিষয়ের সিলেবাস সম্পর্কে আলাদা করে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে। সমগ্র পরীক্ষাটি হবে এমসিকিউর মাধ্যমে। যেখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর করে।
পরীক্ষায় প্রতিটি বিষয় থেকে থাকবে ৩০ টি প্রশ্ন। এবং বিষয়ভিত্তিক মোট ৩০ নম্বর করে পূর্ণ নম্বর হবে ১৫০। অর্থাৎ মোট ১৫০ নম্বরের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ১৫০ টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকছে চারটি করে বিকল্প উত্তর, যার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। প্রশ্নপত্র হবে দুটি ভাষায় যথা বাংলা ও ইংরেজি। পর্ষদ কর্তৃক প্রকাশিত গাইডলাইনে প্রশ্ন কাঠামোর বিষয়টি মডেল প্রশ্নপত্রের মাধ্যমে অবতারণা করা হয়েছে। যার দ্বারা পরীক্ষার্থীরা প্রশ্ন কাঠামো সম্পর্কে একটি সাম্যক ধারণা লাভ করতে পারবেন। পর্ষদের তরফে জানানো হয়েছে এবছরের টেট পরীক্ষায় কোনোও নেগেটিভ মার্কিং থাকছে না।
আরও পড়ুনঃ Primary TET New Syllabus 2022
টেট পরীক্ষার্থীদের এই ১৫০ নম্বরের পরীক্ষা ১৫০ মিনিটের মধ্যেই শেষ করতে হবে। অর্থাৎ সীমিত সময়ের মধ্যে উত্তরপত্র কমপ্লিট করতে হবে পরীক্ষার্থীদের। পর্ষদের তরফে জানানো হয়েছে, ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের টেট উত্তীর্ণ বলে চিহ্নিত করা হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য নিয়মে কিছুটা পার্থক্য থাকছে। এবছর পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা বিস্তারিত গাইডলাইনে জানানো হয়েছে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও জানানো হয়েছে যে, টেট পরীক্ষা পাশের উত্তীর্ণ পত্রের মেয়াদ হবে লাইফটাইম। অর্থাৎ আবেদনকারী ভবিষ্যতে একাধিকবার আবেদন করতে পারবেন। সম্প্রতি পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে গাইডলাইনটি প্রকাশ করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি রাখা হয়েছে যে, টেটের ইতিহাসে এই প্রথমবার এই ধরণের গাইডলাইন প্রকাশ করা হলো।
Primary TET Model Question Paper: Download Now