এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Pedagogy বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Pedagogy Practice Set
১) C.C.E. -এর পুরো নাম কি?
[A] Continuous and Comprehensive Evaluation
[B] Complex and Comprehensive Evaluation
[C] Complete and Continuing Evaluation
[D] কোনোটিই নয়
উঃ [A] Continuous and Comprehensive Evaluation
২) মূল্যায়ন হল শিক্ষা ব্যবস্থার একটি-
[A] অবিরাম পদ্ধতি
[B] অবিচ্ছেদ্য অঙ্গ
[C] ক্ষুদ্র অংশ
[D] কোনোটিই নয়
উঃ [B] অবিচ্ছেদ্য অঙ্গ
৩) পরিমাপ + আরোপিত মূল্য = ?
[A] শিখন
[B] শিক্ষণ
[C] মূল্যায়ন
[D] পরীক্ষা
উঃ [C] মূল্যায়ন
৪) মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর কোন ধরনের বিকাশ যাচাই হয়?
[A] দৈহিক
[B] মানসিক
[C] প্রাক্ষভিক
[D] সবকটি
উঃ [D] সবকটি
৫) কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য নয়?
[A] মূল্যায়ন সামগ্রিক প্রক্রিয়া
[B] মূল্যায়ন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া
[C] মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতার বিচার
[D] মূল্যায়ন নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া
উঃ [C] মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতার বিচার
৬) কোনটি মূল্যায়নের পর্যবেক্ষণমূলক কৌশল?
[A] মৌখিক পরীক্ষা
[B] রেটিং স্কেল
[C] বিশেষ প্রবণতার অভীক্ষা
[D] নির্ণায়ক অভীক্ষা
উঃ [B] রেটিং স্কেল
৭) মূল্যায়ন হল-
[A] শিক্ষকের প্রক্রিয়া
[B] অভিজ্ঞতার প্রক্রিয়া
[C] বিচারকরনের প্রক্রিয়া
[D] অর্জিত প্রক্রিয়া
উঃ [C] বিচারকরনের প্রক্রিয়া
৮) মূল্যায়নের প্রকৃতি কীরূপ?
[A] আংশিক
[B] আনুপাতিক
[C] তাত্ত্বিক
[D] সামগ্রিক
উঃ [D] সামগ্রিক
৯) CRT -তে শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য অর্জিত হয়?
[A] চূড়ান্ত উদ্দেশ্য
[B] মূল্যায়নগত উদ্দেশ্য
[C] নির্দেশনাগত উদ্দেশ্য
[D] প্রারম্ভিক উদ্দেশ্য
উঃ [C] নির্দেশনাগত উদ্দেশ্য
১০) CRT -র প্রধান উদ্দেশ্য কি?
[A] শিক্ষার্থীর পাঠক্রমভিত্তিক পারদর্শিতা নির্ণয়
[B] শিক্ষার্থীর সহপাঠক্রমিক মূল্যায়ন করা
[C] শিক্ষার্থীর হাতে কাজের পরিমাপ করা
[D] কোনোটিই নয়
উঃ [A] শিক্ষার্থীর পাঠক্রমভিত্তিক পারদর্শিতা নির্ণয়
১১) CRT, শিক্ষনের কোন সময়ে প্রয়োগ করা হয়?
[A] প্রথমে
[B] মাঝখানে
[C] শিক্ষনের বাইরে
[D] পূর্বে ও পরে উভয় সময়ে
উঃ [D] পূর্বে ও পরে উভয় সময়ে
১২) কোনটি কর্ম চলাকালীন মূল্যায়নের উদাহরণ নয়?
[A] ক্যুইজ
[B] বার্ষিক পরীক্ষা
[C] গৃহকাজ
[D] কোনোটিই নয়
উঃ [B] বার্ষিক পরীক্ষা
১৩) সেন্টিমেন্টের ভিত্তিতে সৃষ্টি হয়-
[A] মেজাজগত বৈষম্য
[B] প্রক্ষোভিক বৈষম্য
[C] শিক্ষাগত বৈষম্য
[D] সাংস্কৃতিক বৈষম্য
উঃ [B] প্রক্ষোভিক বৈষম্য
১৪) সহজাত পার্থক্য বলতে বোঝায়-
[A] দৈহিক পার্থক্য
[B] মানসিক পার্থক্য
[C] মেজাজগত পার্থক্য
[D] সবকটি
উঃ [D] সবকটি
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) দৈহিক শক্তির পরিমাপের যন্ত্র হল-
[A] অ্যানিমোমিটার
[B] ডায়নামোমিটার
[C] আরগোগ্ৰাফ
[D] ক্রোনোস্কোন
উঃ [B] ডায়নামোমিটার
Primary TET Practice Set PDF
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now