এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Pedagogy বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Pedagogy Practice Set
১) Assessment কী ধরনের পদ্ধতি?
[A] অনুসন্ধানমূলক ও জটিল
[B] অনুশীলনমূলক ও নমনীয়
[C] আবিষ্কারমূলক ও নমনীয়
[D] অনুবন্ধমূলক ও জটিল
উঃ [C] আবিষ্কারমূলক ও নমনীয়
২) মূল্যায়নের ফলাফলের সামঞ্জস্যতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে?
[A] নৈর্ব্যক্তিকতা
[B] নির্ভরযোগ্যতা
[C] ভবিষ্যৎবাণী
[D] ব্যবহারযোগ্যতা
উঃ [B] নির্ভরযোগ্যতা
৩) বিভিন্ন প্রকার আচরণ পরিমাপ করার উপায়কে কি বলে?
[A] অভীক্ষা
[B] পরিমাপ
[C] নির্ধারণ
[D] মূল্যায়ন
উঃ [A] অভীক্ষা
৪) মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি?
[A] সিদ্ধান্ত নেওয়া
[B] অনুমান করা
[C] বিচারকরণ
[D] মতামত প্রদান করা
উঃ [C] বিচারকরণ
৫) একগুচ্ছ প্রশ্নের সমষ্টি হল-
[A] অভীক্ষা
[B] পরিমাপ
[C] নির্ধারণ
[D] মূল্যায়ন
উঃ [A] অভীক্ষা
৬) Formative Evaluation -এর উদ্দেশ্য কি?
[A] কি পরিমাপ করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ
[B] অভীক্ষার বিষয় নির্ণয়
[C] অভিক্ষার গঠন
[D] শিক্ষার্থীর শিক্ষামূলক পরিবর্তন পর্যবেক্ষণ করা
উঃ [D] শিক্ষার্থীর শিক্ষামূলক পরিবর্তন পর্যবেক্ষণ করা
৭) কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য নয়?
[A] গতিশীল প্রক্রিয়া
[B] অবিচ্ছিন্ন প্রক্রিয়া
[C] রক্ষণশীল প্রক্রিয়া
[D] পরস্পর সম্পর্কযুক্ত প্রক্রিয়া
উঃ [C] রক্ষণশীল প্রক্রিয়া
৮) নীচের কোনটি CCE -এর বৈশিষ্ট্য?
[A] অবিচ্ছিন্নতা
[B] সার্বিক
[C] ধারাবাহিকতা
[D] সবকটি
উঃ [D] সবকটি
৯) কে মূল্যায়নের ত্রিমাত্রিক ধারনা দিয়েছেন?
[A] বেঞ্জামিন ব্লুম
[B] অ্যাডামস
[C] গ্ৰোনল্যান্ড
[D] ক্রোনব্যাক
উঃ [A] বেঞ্জামিন ব্লুম
১০) কর্ম চলাকালীন মূল্যায়নকে বলা হয়-
[A] গঠনগত মূল্যায়ন
[B] চূড়ান্ত মূল্যায়ন
[C] নির্দেশক মূল্যায়ন
[D] দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন
উঃ [A] গঠনগত মূল্যায়ন
১১) ‘শিক্ষার অধিকার আইন 2009’ নিচের কোন মূল্যায়নে গুরুত্ব দিয়েছে?
[A] নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন
[B] গঠনগত মূল্যায়ন
[C] সামগ্রিক মূল্যায়ন
[D] নির্ণায়ক মূল্যায়ন
উঃ [A] নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন
১২) সার্বিক মূল্যায়ন বলতে কি বোঝায়?
[A] শারীরিক
[B] মানসিক
[C] সামাজিক
[D] সবকটি
উঃ [D] সবকটি
১৩) CCE -এর সঙ্গে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?
[A] সামগ্রিক মূল্যায়ন
[B] গঠনগত মূল্যায়ন
[C] নির্ণায়ক মূল্যায়ন
[D] সবকটি
উঃ [B] গঠনগত মূল্যায়ন
১৪) C. E. Baby -এর সংজ্ঞা মূল্যায়নের উপাদান কয়টি?
[A] 4 টি
[B] 9 টি
[C] 5 টি
[D] 8 টি
উঃ [A] 4 টি
Primary TET Pedagogy Practice Set | |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 1 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 2 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 3 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 4 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 5 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 6 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 7 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 8 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 9 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 10 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 11 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 12 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 13 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 14 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 15 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 16 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 17 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 18 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 19 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 20 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 21 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 22 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 23 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 24 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 25 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 26 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 27 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 28 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 29 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 30 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 31 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 32 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 33 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 34 | Click Here |
শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- 35 | Click Here |
১৫) CRT -এর ধারণাটি কে প্রথম ব্যবহার করেন?
[A] Gilbert
[B] Kogan
[C] Glasser
[D] Gronland
উঃ [C] Glasser
Primary TET Practice Set PDF
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now