রাজ্যে অনুষ্ঠিত হতে চলা প্রাইমারি টেটের ফলপ্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হলো পর্ষদের তরফে। গত বৃহস্পতিবার নবান্নে প্রাইমারি টেট বিষয়ক বৈঠকের আয়োজন করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ বিভিন্ন দফতরের প্রধানেরা। হাজির ছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এদিনের বৈঠকে টেট নিয়ে বেশ কিছু নয়া সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিচ্ছে পর্ষদ। অর্থাৎ মনে করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই প্রকাশ পেতে পারে টেটের ফলাফল।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আয়োজিত হতে চলেছে টেট। এর আগে পরীক্ষা নেওয়ার প্রসঙ্গ উঠলেও তা বাস্তবায়িত হয়নি। সামনে এসেছে একাধিক জটিলতা। তবে ২০২২ এর টেট নিয়ে প্রথম থেকেই তৎপর রাজ্য সরকার। বর্তমান শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে কার্যত কোণঠাসা রাজ্য। আদালতে চলা মামলায় বিচারপতির হুঁশিয়ারিতে আরোই বিদ্ধ মমতা বন্দোপাধ্যায়ের সরকার। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সহ ওজনদার রাজনীতিকরা। প্রাথমিক, উচ্চপ্রাথমিকে দুর্নীতির কালো ছায়া রোধে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। পরিবর্তে জুটেছে পুলিশি অত্যাচার। প্রতিবাদে সরব হয়েছেন বুদ্ধিজীবীরা। অতএব এক ঘোরতর অসন্তোষের বাতাবরণ ছড়িয়েছে রাজ্য জুড়ে। এরই মধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এবং পঞ্চায়েত নির্বাচনের আগে অন্যতম বড়ো পরীক্ষা হিসেবে চিহ্নিত প্রাইমারি টেট। ফলে কার্যতই টেট কে সফল করতে তৎপর রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে গৃহীত হচ্ছে একাধিক পদক্ষেপ।
Primary TET Practice Set: Download Now
এর আগের প্রাইমারি টেটে এরূপ পরিকাঠামো দেখা যায়নি। পরীক্ষার দিন ঘোষণা থেকে ফলপ্রকাশ সর্বত্রই লক্ষ্য করা যেত গড়িমসি। যেমন ২০১৪, ২০১৭ র টেট উত্তীর্ণদের নম্বর জানা গেল ২০২২ এ এসে। তবে চলতি বছরের টেটের বহু নজিরবিহীন সিদ্ধান্ত নজর কেড়েছে সবার। যেমন পরীক্ষার দিন ঘোষণা হয়েছে অনেক আগেই। প্রকাশ পেয়েছে গাইডলাইন। এবার ঘোষণা হলো পরীক্ষার ফলপ্রকাশের। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিলেন, টেট অনুষ্ঠিত হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যেই প্রকাশ পাবে ফলাফল। অতএব মনে করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই প্রকাশ পেতে পারে প্রাইমারি টেটের ফল। এভাবেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে পর্ষদ।
বর্তমান পরিস্থিতির নিরিখে নির্বাচনের আগে ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছেই। রাজ্যের সকল মহলের নজর এখন প্রাইমারি টেটের দিকে।সেহেতু পরীক্ষার সার্বিক সফলতা প্রয়োজন। প্রয়োজন চাকরিপ্রার্থীদের নিয়োগের। সেকথা চিন্তা করেই পদক্ষেপ গ্রহণ রাজ্যের।