পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশননের পক্ষ থেকে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে! এই রাত্রের চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই এটি একটি ভালো খবর। সম্প্রতি WBPSC বেশ কিছু শূন্য পদে মটর ভেহিকেল ইনস্পেকশন পদে কর্মী নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। চাকরিপ্রার্থীরা এই বিষয়ে এখনও পর্যন্ত না জানা থাকলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিয়ে আবেদনটি সেরে ফেলুন।
চাকরি প্রার্থীরা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন? কতগুলি শূন্য পদ রয়েছে? আবেদনের জন্য কত মূল্য দিতে হবে? আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি কী থাকছে? ইত্যাদি ছাড়াও নিয়োগ পরীক্ষার বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
পদের নাম- মোটর ভেইকেল ইন্সপেক্টর (নন টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিয়োজিত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরে কাজ করার সুযোগ পাবেন।
নিয়োগ কারী সংস্থা- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
মোট শূন্য পদের সংখ্যা- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সংস্থার পক্ষ থেকে একাধিক শূন্য পদে এ বছর কর্মী নিয়োগ হতে চলেছে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করবেন।
মাসিক বেতন- এই পদে নিযুক্ত কর্মীরা চাকরিতে জয়েন করার প্রথম মাস থেকেই মূল বেতন হিসাবে ৭১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা বেতন পেয়ে যাবেন। মূল বেতনের পাশাপাশি ৩৯০০ টাকার গ্রেড পেয়ে এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা মিলবে কর্মীদের।
চাকরির খবরঃ ৩৫ হাজার বেতনের ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
আবেদনের যোগ্যতা-
১) পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরের অন্তর্গত মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে নিয়োজিত হওয়ার জন্য আবেদনের পূর্বে প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করে থাকতে হবে। এক্ষেত্রে যে কোন বিষয়ে স্নাতক হয়ে থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
প্রতিদিন সরকারি চাকরির আপডেট সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
২) প্রতিটি আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যবর্তী হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় পেয়ে যাবেন।
৩) প্রতিটি আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
৪) চাকরি প্রার্থীদের উচ্চতা ১৭০ সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য কমবেশি ৮৬ সেন্টিমিটার হলে তবেই তারা এই পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
৫) পাহাড়ি এলাকার চাকরিপ্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য হতে হবে ৮১ সেন্টিমিটার।
চাকরির খবরঃ গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে ইঞ্জিনিয়ার নিয়োগ
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে মোট দুটি ভাগে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। সাধারণত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের রাজ্যের পরিবহন দপ্তরে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য ও অন্যান্য তথ্য- এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে আবেদন মূল্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশিত করা হয়নি। বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের তরফে শুধুমাত্র এই নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। অতি শীঘ্রই এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে বলে সূত্রের খবর।
Official Notification: Download Now