চাকরির খবর

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে কর্মী নিয়োগ, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন

রাষ্ট্রায়ত্ত সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ১ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Specialist Officer
মোট শূন্যপদ— ১০২৫ টি। (UR- ৪১৩ টি, EWS- ১০১ টি, OBC- ২৭৬ টি, ST- ৮০ টি, SC- ১৫৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট ক্ষেত্রের শূন্যপদ গুলিতে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ টেকনোলজি, কম্পিউটার সাইন্স, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইত্যাদি বিষয়গুলির যেকোনো একটিতে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত হতে হবে।

চাকরির খবরঃ পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে ৩৬,০০০/- টাকা থেকে ৭৮,২৩০/- টাকা পর্যন্ত।
বয়সসীমা— এখানে আবেদন জানানোর জন্য ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। অনলাইনে আবেদন জানানোর জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন চাকরিপ্রার্থীরা। এখানে সবার প্রথম নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে যাবতীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলিকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। নথিপত্রগুলি আপলোড হওয়ার পর নির্দিষ্ট আবেদন ফি জমা করে সাবমিট বটনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি— তপশিলি জাতি, উপজাতি ভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের ৫৯/- টাকা আবেদন ফি জমা করতে হবে। বাকি সমস্ত আবেদনকারীদের ১১৮০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি— দুটি ধাপের লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষার সময় ১২০ মিনিট।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ— ২৫ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ ফেব্রুয়ারি মাসে এই সব চাকরির আবেদন এখনও চলছে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles