পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কন্যাশ্রী প্রকল্পে তিন বছরের চুক্তিভিত্তিক ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- ডাটা ম্যানেজার।
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী অর্থাৎ ST/ SC প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে ১১,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
আবেদন পদ্ধতি– আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। অনলাইনের ক্ষেত্রে www.purbabardhaman.nic.in গিয়ে 1 MB এর মধ্যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এবং অফলাইনের ক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের উপর আবেদনকারী প্রার্থীকে বড় হাতে লিখতে হবে Application For The Post Of ___ (যে পদে আবেদন করছেন ওই পদের নাম)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the District Magistrate and Collector, District Project Manager Unit, Kanyashree Orakalpa, New Administrative Building, 3rd Floor, Purba Bardhaman-713101
আবেদনের শেষ তারিখ- ১১ নভেম্বর, ২০২২
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
চাকরির খবরঃ প্রাইমারি টেট অনলাইন আবেদন শুরু
নিয়োগ পদ্ধতি– আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
নিয়োগ স্থান- B.D.O Kalna-1, B.D.O Galsi-1, B.D.O Ausgram-1,
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here