পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এবারও জেলা স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।
Employment No.- 759/DH&FWS
পদের নাম- Block Program Coordinator (ASHA)
মোট শূন্যপদ- ১৭ টি। (UR- ৯ টি, SC- ৪ টি, ST- ১ টি, OBC- ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল সাইন্স, সোশিয়লজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী সার্টিফিকেট থাকা চারটি প্রার্থীদের যে কোনও স্বাস্থ্য বিষয়ক প্রজেক্টে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীকে MS Office এবং Internet সংক্রান্ত কাজের ধারণা রাখতে হবে।
চাকরির খবরঃ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ চলছে বিমানবন্দরে
[quads id=10]
মাসিক বেতন- এই পদের ধার্য মাসিক বেতন হল ১৫,০০০/- টাকা। বেতনের সঙ্গে প্রতিমাসে ১৮০০/- টাকা মবিলিটি খরচ হিসাবে দেওয়া হবে।
বয়সসীমা- সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ স্থান- সংশ্লিষ্ট প্রতিটি পদের নিয়োগ হবে পূর্ব বর্ধমান জেলার সদর উত্তর, সদর দক্ষিণ, কালনা এবং কাটোয়া সাব ডিভিশনের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
আবেদন পদ্ধতি- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত থেকে আবেদনপত্র জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। উপরে উল্লিখিত সাব ডিভিশন গুলির সংশ্লিষ্ট SDO অফিসে নিজেদের আবেদনপত্র জমা করতে হবে। একটি মুখ বন্ধ খামে যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য সমস্ত কাগজপত্র একত্রে করে নির্দিষ্ট দপ্তরের অফিসে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৪ নভেম্বর, ২০২৩।
চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
[quads id=10]
Official Notification: Download Now
Application Form: Download Now








