রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 2490 DW& FWS/ ASHA
পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ১৭৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে ফুড প্রজেক্টে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে। নিচের দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লকে আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of Asha___________Village Under __________Health Sub-Centre. ( নিচে ব্লক ভিত্তিক আবেদনপত্র ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে )।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To The SDO & Member Secretary Asha Selection Committee, _____Sub Division, Purba Bardhaman.
আবেদনের শেষ তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
শূন্যপদের বিন্যাস– পূর্ব বর্ধমান জেলার ( Sadar North- 70, Sadar South – 38, Kalna- 41, Katwa- 23) সাব ডিভিশনে প্রার্থীদের নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।’
Official Notification: Download Now
Official Website: Click Here