পূর্ব বর্ধমান জেলা দপ্তরে মহিলা কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যেই জেলা দপ্তরের তরফ থেকে সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে ও কত তারিখ অবধি আবেদন করা যাবে ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় খুঁটনাটি জানতে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাবলী-
১) এই পদে আবেদন করা প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে ও তিনি একটি সক্রিয় স্বনির্ভর দলের সদস্য হবেন, যে দলটিকে ১লা অক্টোবর ২০২৪ অনুযায়ী কমপক্ষে এক বছরের পুরোনো হতে হবে ও দলটিকে নিয়মিত পঞ্চ সূত্র মেনে চলতে হবে।
২) ১লা অক্টোবর ২০২৪ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই স্নাতক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা হতে হবে।
৪) আবেদনকারীর কোনও স্বীকৃত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট থাকতে হবে।
৫) কাটোয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং সেই ব্লকের ভৌগোলিক পরিসীমা বিভিন্ন এলাকা সম্পর্কে যথাযথ ধারণা থাকতে হবে।
৬) উপরিউক্ত ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন গ্রামে ও কাছাকাছি অন্যান্য গ্রাম পঞ্চায়েতে গিয়ে অথবা কাজের প্রয়োজনে জেলা অথবা রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
৭) শারীরিক মানসিকভাবে সুস্থ হতে হবে ও নতুন নতুন জ্ঞান অদক্ষতা গ্রহণ করার মত মানসিকতা ও দক্ষতা থাকতে হবে।
৮) এই পদে নির্বাচিত প্রার্থী কোন উপসংঘের বা সংঘের বা মহাসংঘের পদাধিকারী হিসেবে থাকতে পারবে না।
৯) এই পদের নির্বাচিত প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েতের কর্মী পদাধিকার রূপে কাজ করতে পারবেন না।
১০) এই পদে নির্বাচিত প্রার্থী আশা কর্মী অথবা আইসিডিএস অথবা ভিআরপি অথবা সরকারী সংস্থা বা সরকার অনুমোদিত সংস্থাতে কাজ করতে পারবেন না।
১১) সংযোগস্থাপনের মতো দক্ষতা তার থাকতে হবে।
১২) এই পদে নির্বাচিত প্রার্থীর নিয়মিত সঞ্চয়ের অভ্যাস থাকতে হবে। অর্থাৎ গত এক বছরের সঞ্চয় জমানার ক্ষেত্রে তিনি কতবার ডিফল্টার ছিলেন ।
১৩) দল ব্যাঙ্কের ঋণ খেলাপী হলে চলবে না।
চাকরির খবরঃ জলপাইগুড়ি চাইল্ড প্রোটেকশন ইউনিটে মহিলা কর্মী নিয়োগ
প্রয়োজনীয় নথিপত্র- আবেদনকারীর স্বনির্ভর দলের সদস্য হওয়ার বয়স , দলের শীল ও দলনেত্রীর স্বাক্ষর সহ সেভিংস একাউন্টের পাশ বইয়ের ফটোকপি দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যায়িত ফটোকপি ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকের মার্কশিটের স্বপ্রত্যায়িত ফটোকপি ও কম্পিউটার সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত ফটোকপি গ্রেড উল্লেখ সহ দিতে হবে। রেশন কার্ড অথবা আধার কার্ডের স্বপ্রত্যায়িত ফটোকপি দিতে হবে। উপরে উল্লেখিত যোগ্যতার ক্ষেত্রে ৬ নম্বর যোগ্যতার পয়েন্ট থেকে ১০ নম্বর যোগ্যতার পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সেই বিষয়টি উল্লেখ করে নিজের প্রদত্ত ঘোষণা পত্র দিতে হবে ও ১১ নং যোগ্যতার ক্ষেত্রে অর্থাৎ প্রার্থীর সংযোগ স্থাপনের দক্ষতার ক্ষেত্রে সংঘের সমবায়ের লিখিত সার্টিফিকেট লাগবে। ১২ নম্বর যোগ্যতার ক্ষেত্রে সংঘ সমবায়ের লিখিত সার্টিফিকেট দিতে হবে। ১৩ নং যোগ্যতার ক্ষেত্রে ব্যাঙ্কের সার্টিফিকেট দিতে হবে। আবেদনপত্রের ক্ষেত্রে প্রত্যেকটি নথিপত্র সুনির্দিষ্ট ভাবে সংযোজিত করতে হবে।
চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ
আবেদন জমা দেওয়ার তারিখ- ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা ১৬/১২/২০২৪ তারিখ বিকেল ৩’টার মধ্যে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহ জমা করতে হবে সংঘ সমবায়ের অফিসে।
এটি একটি চুক্তিভিত্তিক কাজ। চুক্তির মেয়াদকালের সময়সীমা সর্বোচ্চ এক বছর ও প্রার্থীকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সরকারি অফিসের নির্দিষ্ট সময় অনুযায়ী ব্লক অফিসে এসে কাজ করতে হবে।
Official Notification: Download Now
Application Form: Download Now