নার্সের কাজ মূলত একটি সেবামূলক কাজ। সেই কারণেই নার্সদের সেবিকা বলা হয়। এই কাজ করা অনেকের স্বপ্ন থাকে, যে কারণে তারা ট্রেনিং নেন, সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ এই পদে নিয়োগ করতে চলেছে। হ্যাঁ, পূর্ব বর্ধমানের জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই পদের নিয়োগ বিষয়ে যাবতীয় তথ্য থেকে শুরু করে বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- ইনফেকশন কন্ট্রোল নার্স।
বেতন- এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক ২৫ হাজার টাকা।
বয়স সীমা- এই পদে আবেদন করবার জন্য ৪০ বছরের উর্ধ্বে বয়স হলে চলবে না। ৩/১/ ২০২৫ তারিখ অনুযায়ী বয়সটি যাচাই করে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করবার জন্য আবেদন করবার জন্য অবশ্যই একটি প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে বিএসসি নার্সিং করা থাকতে হবে। এর সঙ্গে দু বছরের কর্মগত অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়া ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলে ট্রেন্ড হলে অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুনঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে মোটা বেতনের চাকরি, কোন যোগ্যতায় আবেদন?
ইন্টারভিউয়ের সময়- পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজে ১০ ই জানুয়ারি দুপুর ১১ টা থেকে ২ টোর মধ্যে একটি ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতম প্রার্থীকে বেছে নেওয়া হবে। উল্লেখ্য এটি একটি চুক্তিভিত্তিক কাজ এবং এই পদে আপাতত এক বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে মেয়াদ বাড়ানোও হতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১। আইডি এবং এড্রেস প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড অথবা পাসপোর্ট দিতে হবে।
২। এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে।
৩। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট দিতে হবে।
৪। ওয়ার্কিং এক্সপেরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে।
৫। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে।
৬। ইনফেকশন এন্ড কন্ট্রোল ট্রেনিংয়ের সার্টিফিকেট দিতে হবে
৭। কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট।
৮। দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো।
৯। আবেদনকারীর নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে।
আরও পড়ুনঃ ডিপ্লোমা পাশে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড সাড়ে ৮ হাজার টাকা
প্রসঙ্গত উল্লেখ্য এটি একটি চুক্তিভিত্তিক কাজ। এক বছরের পর এই কাজের মেয়াদ বাড়বে কি বাড়বে না সেটা নির্ভর করবে প্রার্থীর কাজের ওপরে এবং রিক্রুটমেন্ট কমিটির ওপরে। কাজটি করতে করতে অর্থাৎ কর্মরত অবস্থায় যদি কেউ কাজটি ছাড়তে চান তাহলে তাকে এক মাস আগে সেটি জানাতে হবে। পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটি হবে। ইন্টারভিউয়ের জন্য কোনরকম টিএ বা ডিএ প্রদান করা হবে না।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.