চাকরির খবর

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Advertisement

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শূন্যপদে গুলোতে আবেদন করাতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Memo No:- 2124/DH&FWS/II-4
পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ৩৫ টি। (UR -19 টি, SC-8 টি, ST-2 টি, OBC-A-3 টি, OBC-B-3 টি)
শিক্ষাগত যোগ্যতা- ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো ইনস্টিটিউট থেকে GNM Nursing / ANM Nursing কোর্স করা থাকলে অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৩ হাজার টাকা।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

Memo No:-CMOH-II/NVBDCP/1786
পদের নাম- Kala-azar Technical Supervisor
মোট শূন্যপদ- ৬ টি। (UR -3 টি, SC-1 টি, ST-1 টি, OBC-A-1 টি)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে টু হুইলারের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৫০ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ২২ হাজার টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে। প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- দুটো পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট- office of the chief medical officer of health, district Health and Family Welfare samity, 1st floor, Khosbangan, Shyamsayer East, Near Harisabha Hindu Girls School, Purba Bardhaman- 713101
Kala-azar Technical Supervisor- office of the chief medical officer of health, Gr. Floor,Dy. CMOH-II Section, Khosbangan, Shyamsayer East, Near Harisabha Hindu Girls School, Purba Bardhaman- 713101

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেলদের ক্ষেত্রে ১০০/- টাকা ও SC/ ST/ OBC/ PH প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ

Official Notification-
Memo No:-CMOH-II/NVBDCP/1786: Download Now
Memo No:-2124/DH&FWS/II-4: Download Now

Related Articles