জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
Employment No- DH&FWS(ndgm)/205
পদের নাম- Laboratory Technician
মোট শূন্যপদ- ৪ টি। (UR-1, SC-1, ST-1)
বয়স- প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry, Mathematics/ Biology Science নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং Medical Laboratory Technology -তে Diploma করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
[quads id=10]
পদের নাম- স্টাফ নার্স
মোট শূন্যপদ- ২ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা।
চাকরির খবরঃ রাজ্যের শিলিগুড়ি কলেজে শিক্ষক নিয়োগ
পদের নাম- ANM (Community Health Assistant)
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM/ GNM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা।
[quads id=10]
পদের নাম- Counsellor
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Psychology/ Social Work/ Sociology/ Anthropology -তে Graduation সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।
চাকরির খবরঃ রাজ্যে জুট বোর্ডে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
[quads id=10]
আবেদন ফি– আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং Reserved (SC/ ST/ PWD) প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩ ফেব্রুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here








