পূর্ব মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! জেলার অন্তর্গত সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে একটি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের কাছে সরকারি চাকরি পাওয়ার এটি খুবই ভালো একটি সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
যেসব পদে নিয়োগ করা হবে- হোস্টেল সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার।
মোট শূন্য পদের সংখ্যা- প্রতিটি পদে একজন করে অর্থাৎ মোট ৩ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা-
১) সুপারিনটেনডেন্ট: এই পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। চাকরি প্রার্থীরা যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হলেই এই পদে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আবেদনকারীদের ন্যূনতম ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
২) কুক এবং হেল্পার: উভয় পদের জন্যই যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকলে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের রান্নার বিষয়ে পূর্ববর্তী অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুনঃ ৬২৫ শূন্যপদে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ
বয়স সীমা- প্রতিক্ষেত্রেই ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় প্রদান করা হবে।
প্রতিমাসের বেতন- সুপারিনটেনডেন্ট পদে নিয়োজিত কর্মী প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন পেয়ে যাবেন। অপরদিকে রাঁধুনি এবং সহকারি পদে নিয়োজিত কর্মীরা প্রতিমাসে যথাক্রমে ৭০০০/- ও ৫০০০/- টাকা বেতন পাবেন।
আবেদন পদ্ধতি- বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আবেদন বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তার সাথে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে। এরপর সম্পূর্ণ অফলাইন মাধ্যমে হাতে-কলমে আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে বিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
১) চাকরিপ্রার্থীর নিজস্ব প্রমাণপত্র
২) বয়সের প্রমাণ পত্র
৩) ঠিকানার প্রমাণপত্র
৪) শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট
৫) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
৬) PWD সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
৭) বৈধ মোবাইল নম্বর
৮) ইমেইল আইডি
নিয়োগ প্রক্রিয়া- প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তাই চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন।
আরও পড়ুনঃ মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো
নিয়োগের স্থান- পূর্ব মেদিনীপুর জেলার পুলিশটা ভোলানাথ বিদ্যানিকেতন। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া-১ ব্লকের স্থায়ী বাসিন্দারাই একমাত্র এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ- আবেদন চলবে ২৩/১২/২০২৪ তারিখ থেকে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত ।