রাজ্যের স্কুলে (বাংলা মাধ্যম) বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পুরুলিয়া জেলার অন্তর্গত বার্তার সারদামণি মিশন হাই স্কুলে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
বিষয়- যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো অংক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি।
শূন্যপদ- ৪ টি। মোট শূন্যপদ প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ১ টি করে শূন্যপদ রয়েছে।
বেতন- প্রতিমাসে ১০,০০০ টাকা। শিক্ষকরা বিনা খরচায় হোস্টেলে থাকতে পারেন। তবে হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়।
শিক্ষাগত যোগ্যতা- অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সঙ্গে B.Ed কোর্স করে থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে এলাহাবাদ ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
পদের নাম- হোস্টেল সুপারেনটেনডেন্ট।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- হোস্টেল সুপারেনটেনডেন্ট পদের ক্ষেত্রে যেকোন শাখায় স্নাতক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে ১০,০০০ টাকা।
বয়স- উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদনপত্র ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে কালো কালির বল পেন দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রে কোনো রকম ওভাররাইটিং এবং সাদা কালির ব্যবহার করা যাবে না। আবেদনপত্রটি কোনভাবে হাতে লেখা অথবা টাইপ করলে তা গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি- saradamissionprl@gmail.com
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের গ্রূপ-সি কর্মী নিয়োগ
আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস দিতে হবে তা নিম্নোক্ত-
১) মাধ্যমিকের এডমিট কার্ড/সার্টিফিকেট।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) ভোটার কার্ড এবং আধার কার্ড।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) B.Ed কোর্সের সার্টিফিকেট।
৬) বর্তমান তোলা দুটো পাসপোর্ট সাইজ কালার ফটো।
পরীক্ষার ফি- ১০০ টাকা ধার্য করা হয়েছে। টাকা জমা করতে হবে নিম্নলিখিত একাউন্টে BARTAR SARADAMONI MISSION, A/C No. 2263306864, IFSC: CBIN0282014, CENTRAL BANK OF INDIA, SINDRI CHASMORE BRANCH.
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং পার্সোনাল টেস্ট এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন শুরু: ০৮/১২/২০২১
আবেদন শেষ: ১৫/১২/২০২১
Official Notice: Download Now
Application form: Click Here
Daily Job Update: Click Here