চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে যেকোনো মহিলা এই আশা কর্মী পদে আবেদন করতে পারবেন। আশা কর্মী পদে আবেদন করার কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কত হতে হবে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৭১ টি।
বয়স- এই পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১/১/২০২২ অনুযায়ী ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। আবেদন করতে পারবেন কেবলমাত্র বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারাই।

চাকরির খবরঃ রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে দেওয়া ফরমটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে। স্পিড পোস্ট করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর প্রার্থী যে এলাকার জন্য আবেদন করতে চান তার নাম এং উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে হবে। প্রার্থীদের অবশ্যই সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে ‌। যে এলাকায় আশাকর্মীর জন্য তিনি আবেদন করছেন। আবেদনপত্র পূরণ করে তা সংশ্লিষ্ট সমষ্ট উন্নয়ন আধিকারিকের নির্দিষ্ট দফতরের ড্রপবক্সে জমা দিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১৮ মে, ২০২২ তারিখ পর্যন্ত।

আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস দিতে হবে-
১) বয়সের প্রমাণপত্র।
২) মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট।
৩) এলাকার বাসিন্দার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড।
৪) সেলফ অ্যাটেস্টেড করা প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫) নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট লাগানো একটি সাদা খাম।
৬) বিধবা প্রার্থী হলে স্বামীর ডেথ সার্টিফিকেট।
৭) বিবাহিত প্রার্থী হলে বিবাহের প্রমাণপত্র।
৮) বিবাহ বিচ্ছিন্না হলে বিবাহ বিচ্ছেদের প্রমাণপত্র।

চাকরির খবরঃ হিন্দুস্থান পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ চলছে

নিয়োগের স্থান- পুরুলিয়া জেলার মোট ৫ টি ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে এই আশা কর্মী নিয়োগ করা হবে। মোট ৭১ টি শূন্যপদে মধ্যে আরশা ব্লকে ১১ টি, বলরামপুর ব্লকে ১৫ টি, হুরা ব্লকে ৩৩ টি, পুরুলিয়া (১) ব্লকে ১২ টি ও পুরুলিয়া (২) ব্লকে ১১ টি শূন্যপদ রয়েছে।
নির্বাচন পদ্ধতি- মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর -এর ৯০ শতাংশ এবং ইন্টারভিউয়ের ১০ শতাংশ। সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।

[quads id=10]

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ