রাজ্যের রেশমশিল্প দপ্তরের মাধ্যমে “তসর বন্ধু” পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। এই পদের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- তসর বন্ধু
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
ভাতা- প্রতিমাসে ভাতা ৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ এই সপ্তাহের মোট ১০ টি চাকরির খবর জেনে নিন
[quads id=10]
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মুখ বন্ধ খামে উপরে লিখতে হবে Application For The Post Of ____ (যে পদে আবেদন করছেন ওই পদের নাম)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- পুরুলিয়া-১ নং ব্লক অফিস।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২ আগষ্ট বিকাল ৪ টা।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীকে অবশ্যই পুরুলিয়া-১ নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং প্রার্থীকে তসর পরিবারভুক্ত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ১১ আগস্ট, ২০২২ সকাল ১১ টা। পুরুলিয়া ১ নং ব্লক অফিসে ইন্টারভিউ সংঘটিত হবে।
নিয়োগের স্থান- পুরুলিয়া জেলার পুরুলিয়া ১ নং ব্লক এলাকায় এই পদে কর্মী নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) মাধ্যমিকের এডমিট ও মার্কশিট।
২) আধার/ ভোটার কার্ড।
৩) সেরিকালচার প্রশিক্ষণের শংসাপত্র (যদি থাকে)।
৪) তসর পরিবারভুক্ত কিনা তার শংসাপত্র।
৫) অন্য কোন অভিজ্ঞতা সার্টিফিকেট।
চাকরির খবরঃ ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষনের মাধ্যমে চাকরি
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here







