রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। স্নাতক স্তরে উত্তীর্ণ হওয়ার পর বহু ছাত্রছাত্রী চান স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করবেন। কিন্তু পরিস্থিতির চাপে অথবা অন্য কোনও কারণে রেগুলার কোর্সে পড়া সম্ভব হয় না। তখন দুরশিক্ষা অথবা ডিসট্যান্স লার্নিংয়ের মাধ্যমে নিজেদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। এবার সেই সকল পড়ুয়ার জন্য সুখবর দিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এখানে দুরশিক্ষার মাধ্যমে মোট এগারোটি বিষয়ে স্নাতকোত্তর পড়তে পারবেন প্রার্থীরা।
সম্প্রতি প্রতিষ্ঠানের অনলাইন ও দুরশিক্ষা দফতর স্নাতকোত্তরে ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতকোত্তর স্তরে ডিসট্যান্সে পঠন পাঠনের জন্য ভর্তি নেওয়া হবে শিক্ষার্থীদের। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেমিস্টার ভিত্তিক সিবিসিএস(CBCS) সিস্টেমে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি। মোট ১১ টি বিষয়ে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। সেগুলি হল বাংলা, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, পরিবেশবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্র বিজ্ঞান, ভোকাল মিউজিক ও রবীন্দ্র সঙ্গীত।
আরও পড়ুনঃ কলেজে ভর্তির শেষ তারিখ দেখে নিন
এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে। এটি দেখার জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে। স্ক্রিনে বিজ্ঞপ্তিটি ওপেন হলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এখানে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’-এর ভিত্তিতে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। প্রতিটি বিষয়ে এখানে ডিসট্যান্স কাম অনলাইন এডুকেশনে পড়ানো হবে। কোর্সের আসন সংখ্যা সীমিত। ফলে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন শিক্ষার্থীরা।