ভারত সরকারের রেল দপ্তরে গ্রূপ-সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে কলকাতা শাখাতে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে ১১ মাসের কাজের জন্য নিয়োগ করা হবে, প্রার্থীর কাজ সন্তোষজনক হলে চুক্তির সময়সীমা বাড়বে। বিজ্ঞপ্তি নং RCT/ KOL/ Engagement/ DEO/ 2019.
পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর বা DEO (গ্রূপ-সি)
শূন্যপদঃ ১ টি।
বয়সঃ প্রার্থীকে অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
বেতনঃ প্রতি মাসে ২৫,০০০ টাকা।
চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে সুপারভাইজার নিয়োগ
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোন শাখায় প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে সঙ্গে ইংরেজি ভাষার দক্ষতা এবং কম্পিউটার/ IT অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.ser.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে। এছাড়াও নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট এবং সেল্ফ অ্যাটেস্টেড করা কপি দিয়ে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে পারেন।
চাকরির খবরঃ রাজ্যে ১৩ হাজার আশা কর্মী নিয়োগ
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Railway Claims Tribunal, Esplanade Mansion, 2, Esplanade East, Kolkata- 700069
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ৩১/০৮/২০২১
Official Notice: Download Now
Application Form: Click Here
Official Website: Click Here