রেলওয়ে গ্রুপ- ডি (Group- D) চাকরির পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় সুখবর। RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গ্রুপ- ডি চাকরির পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। রেলওয়ে গ্রুপ- ডি চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা করলো ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান, রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং দেখে নিন পরীক্ষার সময়সূচী।
প্রসঙ্গত উল্লেখ্য, ১২ মার্চ, ২০১৯ তারিখে রেলওয়ে বোর্ড , RRB Group- D লেবেল ১ -এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তির মাধ্যমে হেল্পার, অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি গ্রুপ- ডি -এর সর্বমোট ১,০৩,৭৬৯ টি পদে নিয়োগ হবার ঘোষণা করা হয়েছিল।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ
এই নিয়োগের জন্য যে CBT 1 পরীক্ষা হবে তা আগামী ১৭ আগস্ট, ২০২২ তারিখ থেকে শুরু হবে। এরপর বেশ কিছুদিন ধাপে ধাপে পরীক্ষা হবে। সম্পূর্ণ পরীক্ষা কম্পিউটার বেসড হবে। এবং বিজ্ঞপ্তিতে আরোও বলা আছে, নিয়োগ সম্পূর্ণ মেরিট বেসিসে হবে। পরীক্ষার পূর্বে বা পরীক্ষা চলাকালীন Aadhaar Based Biometric Authentication পদ্ধতিতে স্ব-পরিচয় চেক করে নেওয়া হবে। অ্যাডমিড কার্ড পরীক্ষার এক সপ্তাহ থেকে ৪ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
Official Website: Click Here
Daily Job Update: Click Here