সরকারি চাকরির প্রচেষ্টা করছেন অথচ কম যোগ্যতার কারণে আবেদন জানাতে পারছেন না? তাহলে আপনার কাছে দুর্দান্ত সুযোগ রয়েছে ভারতীয় রেলওয়ের গ্রুপ ডি পদে আবেদন জানানোর। কেন্দ্রীয় সরকারি চাকরিগুলোর মধ্যে অন্যতম হলো রেলওয়ের চাকরি। প্রতিবছর প্রচুর পরিমাণে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয় ভারতীয় রেল বিভাগে। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই রেলওয়ের গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ৩২ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন পদে আবেদন জানাতে পারবেন? কতগুলি শূন্য পদ রয়েছে? কবে থেকে আবেদন শুরু হচ্ছে? প্রতিমাসে বেতন কত পাবেন? কারা আবেদন জানাতে পারবেন? কীভাবে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে? আবেদন কীভাবে জানাবেন? ইত্যাদি সমস্ত প্রয়োজনীয়তা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদন থেকে।
কোন কোন পদে আবেদন জানাতে পারবেন?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বছরে একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে চাকরিপ্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে পয়েন্টস ম্যান, সহকারি, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান সহ একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন।
কতগুলি শূন্য পদ রয়েছে?
RRB র পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে ২০২৫ সালের এই নিয়োগটির মাধ্যমে মোট ৩২,৪৩৮ জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে সূত্রের খবর অনুযায়ী, উল্লেখিত পদে নিয়োগ প্রক্রিয়া মেনে কর্মী নিয়োগ হতে হতে শূন্য পদের সংখ্যা বেশ কয়েক হাজার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Pointsman-B | 5058 |
Assistant (Track Machine) | 799 |
Assistant (Bridge) | 301 |
Track Maintainer Gr. IV | 13187 |
Assistant P-Way | 257 |
Assistant (C&W) | 2587 |
Assistant TRD | 1381 |
Assistant (S&T) | 2012 |
Assistant Loco Shed (Diesel) | 420 |
Assistant Loco Shed (Electrical) | 950 |
Assistant Operations (Electrical) | 744 |
Assistant TL &AC | 1041 |
Assistant TL & AC (Workshop) | 624 |
Assistant (Workshop) (Mech) | 3077 |
মোট শূন্যপদের সংখ্যা | 32,438 |
প্রতিমাসে বেতন কত পাবেন?
রেলের গ্রুপ ডি পদের জন্য কেন্দ্রীয় সরকারের লেভেল 1 বেতন ক্রম অনুযায়ী প্রতিমাসে বেতন নির্ধারণ করা হয়। এক্ষেত্রে নিযুক্ত কর্মীরা মূল বেতন হিসাবে ন্যূনতম ১৮,০০০/- টাকা পাবেন। এর পাশাপাশি সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার একাধিক সুযোগ-সুবিধা থাকবে নিযুক্ত প্রার্থীর জন্য।
কারা আবেদন জানাতে পারবেন?
১) রেলওয়ে গ্রুপ ডি র বিভিন্ন পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অন্ততপক্ষে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। আইটিআই পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন। তবে আইটিআই পাশ করা বাধ্যতামূলক নয়।
২) এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অন্ততপক্ষে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য যথাযথ বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ SC ও ST ক্যাটাগরির চাকরি প্রার্থীরা ৪১ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা ৩৯ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
কীভাবে নিয়োগ করা হবে?
কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। এক্ষেত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা ৯০ মিনিট সময় পাবেন। এই ধাপে উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকবে?
রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025 | |
---|---|
জেনারেল সাইন্স | 25 নম্বর |
গণিত | 25 নম্বর |
রিজনিং | 30 নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স | 20 নম্বর |
Total Marks | 100 |
RAILWAY GROUP- D BEST BOOK
আবেদন কীভাবে জানাবেন?
রেলওয়ের গ্রুপ ডি পদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩/০১/২০২৫ তারিখ থেকে। ঐদিন থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য নিচে বলে দেওয়া ধাপ গুলি অনুসরণ করুন-
১) প্রথমেই আপনি রেলের যে ক্ষেত্রে বসবাস করেন, সেখানকার ওয়েবসাইটে প্রবেশ করুন। এক্ষেত্রে আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে www.rrbkolkata.gov.in -এই ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন জানাতে পারবেন।
২) এরপরে নিজের মোবাইল নম্বরের সাহায্যে রেজিস্ট্রেশন করে নিন।
৩) মোবাইল নম্বর এবং ওটিপি দ্বারা অ্যাকাউন্টটি লগইন করুন।
৪) আবেদনের জন্য চাকরির নাম বাছাই করে ‘Apply Now’ অপশনটি বেছে নিন।
৫) এরপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করুন।
৬) প্রয়োজনীয় নথিপত্র গুলি সঠিক সাইজ মেনে আপলোড করে দিন।
৭) ভালোভাবে সম্পূর্ণ আবেদন পত্রটি দেখে মিলিয়ে নিন।
৮) সব ঠিকঠাক থাকলে অবশেষে সাবমিট বটনটি ক্লিক করে দিন।
৯) আবেদন জমা হয়ে গেলে আবেদন মূল্য প্রদান করুন।
কবে থেকে আবেদন শুরু হচ্ছে?
২৩/০১/২০২৫ তারিখ থেকেই ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তাই অবশ্যই আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত তথ্য ভালোভাবে জেনে নিতে হবে। সঠিকভাবে আবেদন না জানাতে পারলে RRB র পক্ষ থেকে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। এই সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।
আবেদন মূল্য- প্রতিটি সাধারণ ও OBC পুরুষ প্রার্থীদের ৫০০ টাকা এবং ST/SC/PWD/মহিলা প্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে। সমস্ত প্রক্রিয়াটি অবশ্যই ২২/০২/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এই দিনের পরে কোনরকম আবেদন গ্রহণ করা হবে না RRB র পক্ষ থেকে।
উল্লেখ্য, ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নিয়ে তবেই নিজের দায়িত্বে আবেদন জানাবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.