আগামী ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারী থেকে গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে পরীক্ষা প্রস্তুতি শুরু করার আগে পরীক্ষার সিলেবাস জেনে নেওয়া অত্যন্ত জরুরি। তাই আজকের এই পোস্টে ExamBangla.com টিমের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার সিলেবাস, নম্বর বিভাজন, পরীক্ষার সময়সীমা সহ আরও একাধিক গুরুত্ত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বাংলা ভাষায় এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। Railway Group- D full Syllabus 2022.
রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষা হবে সরাসরি অনলাইনে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষা পদ্ধতিকে বলা হয় কম্পিউটার বেসড টেস্ট (Computer Based Test) বা CBT. যেহেতু অনলাইনে কম্পিউটারে পরীক্ষা হবে তাই এই পরীক্ষায় কোনোরূপ ওএমআর সিট্ এবং পেনের ব্যবহার থাকছে না। যাবতীয় হবে কম্পিউটারের মাউসে। এবার জেনে নেওয়া যাক রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার সিলেবাস যা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে।
রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার সিলেবাস
পরীক্ষার পূর্ণমান- ১০০ নম্বর। এদের মধ্যে জেনারেল সাইন্স, গণিত, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে। মোট ১০০ নম্বরের মধ্যে জেনারেল সাইন্স বিষয় থেকে প্রশ্ন আসবে মোট ২৫ নম্বর, গণিত থেকে প্রশ্ন আসবে ২৫ নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন আসবে মোট ৩০ নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে ২০ নম্বরের। প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়ার সময় মাথায় রাখতে হবে এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়ে গেলে নির্দিষ্ট নম্বর কাটা যাবে। নেগেটিভ মার্কিং রয়েছে ১/৩, অর্থাৎ একটি প্রশ্নের উত্তর ভুল হয়ে গেলে ১/৩ নম্বর কেটে যাবে। সহজ ভাষায় বলা যায় ৩ টি প্রশ্নের উত্তর ভুল হয়ে গেলে ১ নম্বর কাটা যাবে।
- জেনারেল সাইন্স- 25 নম্বর।
- গণিত- 25 নম্বর।
- জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং- 30 নম্বর।
- জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স-20 নম্বর।
পরীক্ষার সময়সীমাঃ
রেলওয়ে পরীক্ষায় ১০০ নম্বরের উত্তর করার জন্য ৯০ মিনিট বা ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ। তবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সময়সীমা ১২০ মিনিট। এবার জেনে নেওয়া যাক সিলেবাসে উল্লিখিত প্রতিটি সিলেবাসের কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে?
জেনারেল সাইন্স-
• মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞান
• মাধ্যমিক স্তরের ভৌত বিজ্ঞান
• রসায়ন বিদ্যা ও পদার্থ বিদ্যা
গণিত-
• Number system
• BODMAS
• Decimals
• Fractions
• LCM & HCF
• Ratio and Proportion
• Percentages
• Mensuration
• Time and Work
• Time and Distance
• Simple and Compound Interest
• Profit and Loss
• Algebra
• Geometry and Trigonometry
• Elementary Statistics
• Square root
• Age Calculations
• Calendar & Clock
• Pipes & Cistern etc.
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং-
• Analogies
• Alphabetical and Number Series
• Coding and Decoding
• Mathematical operations
• Relationships
• Syllogism
• Jumbling
• Venn Diagram
• Data Interpretation and Sufficiency
• Conclusions and Decision making
• Similarities and Differences
• Analytical Reasoning
• Classification
• Directions
• Arguments and Assumptions etc.
জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স-
• Science & Technology
• Sports & Culture
• Personalities
• Economics
• History
• Geography
• Politics and any other subject of importance.
আরও পড়ুনঃ
রেলওয়ে গ্রূপ- ডি বিগত বছরের প্রশ্ন
রেলওয়ে গ্রূপ- ডি সাজেস্টিভ জিকে