ভারতীয় রেলওয়ে গ্ৰুপ- ডি পদে অনালাইনে আবেদন শুরু হয়ে গেছে। তবে শুধুমাত্র ফর্ম ফিলাপ করলে হবে না, পরীক্ষা পাশ করার জন্য নিতে হবে সঠিক প্রস্তুতি। আর প্রস্তুতি শুরু করার জন্য প্রয়োজন বিগত বছরের প্রশ্ন (Previous year question), যা আপনাকে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন।
Railway Group- D Previous year question in bengali (Set- 3)
পশ্চিমবঙ্গের রেলওয়ে গ্ৰুপ- ডি চাকরিপ্রার্থীদের জন্য প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হচ্ছে। আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা প্রস্তুতির জন্য যদি বিগত বছরের প্রশ্ন ও প্র্যাক্টিস সেট পেতে চান তাহলে এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হই।
RRB Group- D Selection Process 2025
Step- 1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
Step- 2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
Step- 3: ডকুমেন্ট ভেরিফিকেশন
Step- 4: মেডিকেল টেস্ট
রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্ন
1) নিচের কোনটি ত্বরণের একক?
[A] m/ s/ s
[B] ফুট/ সেকেন্ড
[C] m/ s
[D] বর্গমিটার/ সে
উত্তরঃ m/s/s
2) 2021 এপ্রিল মাসে ভারতীয় সেনাবাহিনী দ্বারা চালু করা ভ্যানডিয়াম ভিত্তিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহার করার প্ল্যান্টের ক্ষমতা কত?
[A] 62 কেভিএ
[B] 74 কেভিএ
[C] 50 কেভিএ
[D] 56 কেভেএ
উত্তরঃ 56 কেভিএ
রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস পিডিএফ, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে জেনে নিন
3) নিচের কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন?
[A] MP5
[B] MOV
[C] WMV
[D] WMA
উত্তরঃ WMA
4) কোন দেশে, 2020 সালে ভিনগ্রহের জীবন শোনার জন্য 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ (FAST) খোলা হয়েছে?
[A] জার্মানি
[B] ভারত
[C] USA
[D] চীন
উত্তরঃ চীন
5) _______________ হায়দ্রাবাদে দূর অনুধাবন উপগ্রহ ডেটা অধিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ, ডেটা বিতরণ, এরিয়ার রিমোট সেন্সিং এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমর্থনের জন্য দায়ী।
[A] ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)
[B] ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)
[C] ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)
[D] ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (IISER)
উত্তরঃ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার(NRSC)
6) ISRO চন্দ্রযান -1 মহাকাশযান ___________ এ চালু করেছিল। চাঁদে শক্ত বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি অন্যান্যভাবে সজ্জিত ছিল।
[A] 2007
[B] 2008
[C] 2009
[D] 2006
উত্তরঃ 2008
আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত
7) প্রমিত স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন?
[A] অ্যান্ডার্স সেলসিয়াস
[B] গ্যালিলিও গ্যালিলি
[C] গ্রান্ড ডিউক
[D] ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট
উত্তরঃ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট
8) ‘WWW’ কে আবিষ্কার করেন?
[A] ভিন্ট সার্ফ
[B] রবার্ট ই কাম
[C] চার্লস ব্যাবেজ
[D] টিম বার্নার্স-লি
উত্তরঃ টিম বার্নার্স-লি
9) ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
[A] পরম যুব
[B] পরম 8000
[C] পরম বায়োক্রোম
[D] পরম পদ্মা
উত্তরঃ পরম 8000
Railway Group- D পরীক্ষার ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇
10) নিচের কোনটি নেভিগেশন স্যাটেলাইট?
[A] GSLV
[B] PSLV
[C] IRNSS
[D] SLV-3
উত্তরঃ IRNSS
11) শিক্ষার অধিকার কে কবে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়?
[A] এপ্রিল 2004
[B] এপ্রিল 2010
[C] এপ্রিল 2009
[D] এপ্রিল 2008
উত্তরঃ এপ্রিল 2010
12) ভারতীয় সংবিধানের কোন ভাগ পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান সম্পর্কিত?
[A] ভাগ- III
[B] ভাগ- V
[C] ভাগ- IX
[D]ভাগ- IV
উত্তরঃ ভাগ- IX
13) 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল?
[A] 15
[B] 14
[C] 10
[D] 13
উত্তরঃ 14
14) নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
[A] মাইক্রোসফট উইন্ডোজ
[B] লিনাক্স
[C] ম্যাক ও এস এক্স
[D] সবগুলি
উত্তরঃ সবগুলি
15) ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
[A] ওড়িশা
[B] আসাম
[C] লাদাখ
[D] তামিলনাড়ু
উত্তরঃ ওড়িশা
Railway Group- D PYQ | |
---|---|
PYQ Set- 1: | Download |
PYQ Set- 2: | Download |
PYQ Set- 3: | Download |
PYQ Set- 4: | Coming soon.. |
PYQ Set 4: | Coming soon.. |
Candidates can click on the link provided here to download Railway Group- D previous year question. To get daily job updates please visit our official website.