আজ 29 ডিসেম্বর, 2020 মঙ্গলবার। ইতিমধ্যেই আজকের প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের NTPC পরীক্ষার প্রথম শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। RRB NTPC 29 December Shift 1 Analysis (Based on candidates memory). Railway NTPC 29 December Shift 1 Analysis.
১) তেলেঙ্গানার রাজ্যপালের নাম? উঃ Tamilisai Soundararajan.
২) প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উঃ প্রোটন- গোল্ডস্টাইন/ রাদারফোর্ড। নিউট্রন- স্যাডউইক। ইলেকট্রন- জে জে টমসন।
৩) HTTP -এর পুরো নাম কি? উঃ Hypertext Transfer Protocol.
৪) GST কি ধরনের ট্যাক্স? উঃ Indirect Tax.
৫) বাবর -এর পিতার নাম কি? উঃ ওমর মির্জা।
৬) জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? উঃ Yoshihide Suga.
৭) কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি? উঃ পিনারাই বিজয়ন।
৮) লাইম ওয়াটার কি? উঃ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
৯) হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উঃ নরওয়ে। ভারতের স্থান 131 তম।
১০) RBI -এর বর্তমান গভর্নরের নাম কি? উঃ শক্তিকান্ত দাস।
Railway NTPC 29 December Shift 1 Analysis
১১) ICC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ দুবাই।
১২) ভুটানের রাজধানীর নাম কি? উঃ থিম্পু।
১৩) ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল? উঃ 1776।
১৪) ভারতে মোট কতগুলি টাইগার রিজার্ভ রয়েছে? উঃ 51 টি।
১৫) সংবিধান দিবস কবে পালিত হয়? উঃ 26 নভেম্বর।
১৬) PMKVY -এর পুরো নাম কি? উঃ Pradhan Mantri Kaushal Vikas Yojana.
১৭) কোষ কে আবিষ্কার করেন? উঃ রবার্ট হুক।
১৮) ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? উঃ কাঞ্চনজঙ্ঘা।
১৯) SAIL কোম্পানির বর্তমান CEO -এর নাম কি? উঃ অনিল কুমার।
২০) চন্দ্রযান কার মাধ্যমে প্রেরণ করা হয়েছিল? উঃ GSLV MK- III
২১) 2020 বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? উঃ Biodiversity.
২২) 2020 বিশ্ব ধরিত্রী দিবসের থিম কি ছিল? উঃ Climate Action.
২৩) FAT -এর পুরো নাম কি? উঃ File Allocation Table.