Railway NTPC 7 & 8 January Bangla Questions: Railway NTPC পরীক্ষার 7, 8 January 2021 তারিখের প্রথম ও দ্বিতীয় শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। পরবর্তী দিনগুলিতে যেসব পরীক্ষার্থীরা NTPC কিংবা গ্রূপ-ডি পরীক্ষা দেবে, এই প্রশ্নগুলি তাদের জন্য গুরুত্ত্বপূর্ণ। Railway NTPC 7 & 8 January Bangla Questions (Based on candidates memory). RRB NTPC All Shift Exam Questions.রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-Click here
Railway NTPC 7 & 8 January Bangla Questions:
1. 2021 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? উঃ জাপানের টোকিওতে।
2. ‘Origin of Species’ বইটির লেখক কে? উঃ চার্লস ডারউইন।
3. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ নিউইয়র্ক।
4. প্রথম নিউক্লিয়ার পরীক্ষা কত সালে হয়েছিল? উঃ 1974, 18 মে।
5. WCCB এর সম্পূর্ণ নাম কি? উঃ Wildlife Crime Control Bureau
6. WBC এর সম্পূর্ণ নাম কি? উঃ White Blood Cell
7. গান্ধী ডারউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উঃ 1931 সালের 5 March
8. 2023 Aisian Football Cup কোথায় অনুষ্ঠিত হবে? উঃ চীনে।
9. NEFT এর সম্পূর্ণ নাম কি? উঃ National Electronic Fund Transfer
10. সোনালী চতুর্ভুজ কোন শহরগুলিকে যুক্ত করেছে? উঃ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা।
Railway NTPC 7 & 8 January Bangla Questions:
11. বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি? উঃ নিতিশ কুমার।
12. কোন App মাত্র 13 দিনে 50 মিলিয়ন ডাউনলোড এর রেকর্ড গড়েছে? উঃ Arogya Setu
13. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি? উঃ 14 তম।
14. PUMA এর রাষ্ট্রদূত কে? উঃ কেরিনা কাপুর।
15. ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? উঃ 17
16. বায়ুদূষণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে? উঃ ফুসফুস।
17. সমুদ্রতলে বায়ুর চাপ কত? উঃ 1013.25 hpa
18. বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম কোনটি? উঃ National Hockey Stadium, Lahore
19. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? উঃ 1956 থেকে 1961
20. First Winter Paralympic কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উঃ সুইডেন, 1976
Railway NTPC 7 & 8 January Bangla Questions:
1. ‘সাগর সংগীত’ বইটির লেখক কে? উঃ চিত্তরঞ্জন দাশ।
2. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? উঃ ক্যানবেরা।
3. The Golden Threshold বইটির লেখক কে? উঃ সরোজিনী নাইডু।
4. তামাশা কোন রাজ্যের নৃত্য? উঃ মহারাষ্ট্র।
5. অসহযোগ আন্দোলন কবে সংঘটিত হয়েছিল? উঃ 1920
6. ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কবে সংঘটিত হয়? উঃ 1887
7. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ অস্ট্রিয়ার ভিয়েনাতে।
8. T-20 Word Cup 2007 কোন দেশ জিতেছিল? উঃ ভারত।
9. মাছির বিজ্ঞানসম্মত নাম কি? উঃ Musca Domestica
10. সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল? উঃ 1927
Railway NTPC 7 & 8 January Bangla Questions:
11. DRDO কত সালে স্থাপিত হয়েছিল? উঃ 1958
12. জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উঃ সাহিত্যে।
13. 2011 আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? উঃ কেরল।
14. পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত? উঃ হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত।
15. পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল? উঃ পানিপথ, হরিয়ানা।
16. বাংলা বিভাজনের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হয়েছিল? উঃ স্বদেশী আন্দোলন।
17. ভাইরাস নিয়ে পড়াশোনা কে কি বলে? উঃ Virology
18. ‘My Experiment with Truth’ বইটির লেখক কে? উঃ মহাত্মা গান্ধী।
19. বর্তমান ভারতীয় স্থল সেনার প্রধান কে? উঃ মনোজ মুকুন্দ নারাভানে।
20. রান্না করতে কোন গ্যাস প্রয়োজন হয়? উঃ LPG
Railway NTPC 7 & 8 January Bangla Questions:
21. ইরাকের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? উঃ মোহাম্মদ তৌফিক এলাভী।
22. Amajon এর বর্তমান সিইও কে? উঃ জজ বেজস্।
23. 2011 আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? উঃ সিকিম।
24. ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ চালু করায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উঃ মধ্যপ্রদেশ।
25. নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উঃ কৃষ্ণা নদী।
26. 14 সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? উঃ হিন্দি দিবস।
27. ‘ক্যারো ইয়া ম্যারো’ এই ডাক কোন আন্দোলনে দেওয়া হয়েছিল? উঃ ভারত ছাড়ো আন্দোলন।
28. U-19 2020 বিশ্বকাপের বিজেতা কে ছিল? উঃ বাংলাদেশ।
29. গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? উঃ পদ্মা।
31. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উঃ কোয়েম্বাটুর।