চাকরির খবর

Railway NTPC Recruitment 2024 | ৮ হাজার শূন্যপদে রেলওয়ে স্টেশন মাস্টার নিয়োগ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে Railway NTPC পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার ও ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

Railway NTPC Recruitment 2024: দীর্ঘ পাঁচ বছর পর ভারতীয় রেলের তরফ থেকে আবারও সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। Railway Recruitment Board (RRB) -এর তরফ থেকে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সবমিলিয়ে মোট ৮১১৩ শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে Railway NTPC‌ পরীক্ষার মাধ্যমে। এই পদগুলিতে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।

Railway NTPC Recruitment 2024

Employment No.- CEN 05/2024

পদের নাম- স্টেশন মাস্টার।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা।
মোট শূন্যপদ- ৯৯৪ টি।

পদের নাম- চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা।
মোট শূন্যপদ- ১৭৩৬ টি।

পদের নাম- গুডস ট্রেন ম্যানেজার।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা।
মোট শূন্যপদ- ৩১৪৪ টি।

পদের নাম- জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট।
বেতন- এই পদের ক্ষেত্রে প্রাথমিক বেতন প্রতিমাসে ২৯,২০০/- টাকা।
মোট শূন্যপদ- ১৫০৭ টি।

পদের নাম- সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
বেতন- প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা।
মোট শূন্যপদ- ৭৩২ টি।

Railway NTPC Recruitment 2024

বয়সসীমা- উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মোট ৩ টি জোন আছে। জোনগুলি হল কলকাতা, মালদা ও শিলিগুড়ি। এই তিনটি জোনের ক্ষেত্রে পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেওয়া হলো-

RRB Kolkata NTPC Vacancy 2024

RRB Kolkata NTPC Vacancy 2024
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার৫২৩
স্টেশন মাস্টার৬৮
গুডস ট্রেন ম্যানেজার২২০
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট৪২৮
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট১৪৩
মোট- ১৩৮২

RRB Malda NTPC Vacancy 2024

RRB Malda NTPC Vacancy 2024
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার৩৬
স্টেশন মাস্টার৩০
গুডস ট্রেন ম্যানেজার১২০
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট১২
মোট- ১৯৮

RRB Siliguri NTPC Vacancy 2024

RRB Siliguri NTPC Vacancy 2024
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার১২
স্টেশন মাস্টার
গুডস ট্রেন ম্যানেজার২০
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
মোট- ৪০

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা- উল্লিখিত প্রতিটি পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নীচের টেবিলে দেওয়া হলো-

পদের নামশিক্ষাগত যোগ্যতা
স্টেশন মাস্টার গ্র্যাজুয়েশন পাশ
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজারগ্র্যাজুয়েশন পাশ
গুডস ট্রেন ম্যানেজারগ্র্যাজুয়েশন পাশ
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টগ্র্যাজুয়েশন পাশ + ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টগ্র্যাজুয়েশন পাশ + ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটৈ যেতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে লগইন করে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস- অনলাইনে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলি হল-
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো (20 KB to 50 KB)
২) আবেদনকারীর সিগনেচার (10 KB to 40 KB)
৩) SC/ ST সার্টিফিকেট (প্রযোজ্য হলে)

নিয়োগ পদ্ধতি- প্রতিটি পদ অনুযায়ী নিয়োগ পদ্ধতি ভিন্ন। প্রতিটি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি টেবিল আকারে দেওয়া হল-

পদের নামCBT- 1 CBT- 2Skill Test
স্টেশন মাস্টার Computer Based Aptitude Test
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার
গুডস ট্রেন ম্যানেজার
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টTyping Test
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টTyping Test

Railway NTPC পরীক্ষার ফ্রী মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇

join Telegram

পরীক্ষার সিলেবাস- প্রথম ধাপের অনলাইন পরীক্ষার (CBT- 1) সিলেবাস নীচে দেওয়া হল-

RRB NTPC Syllabus 2024 (CBT- 1)
জেনারেল অ্যাওয়ারনেস৪০ নম্বর
গণিত৩০ নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং৩০ নম্বর
মোট নম্বর- ১০০
সময়সীমা- ৯০ মিনিট
নেগেটিভ মার্কিং- ১/৩

Railway NTPC পরীক্ষার সিলেবাস ও Question Pattern অনুযায়ী দুর্দান্ত গাইড বুক। আজকেই সংগ্রহ করুন নিকটবর্তী বুক স্টল থেকে …..

 Railway NTPC Best Book in Bengali

আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত পাবেন।

প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারী স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ২৫০ টাকা ফেরত পাবেন।

Railway NTPC Syllabus Download

আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা যাবে ১৩ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী। অনলাইনে পেমেন্ট করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৪।

আবেদন সংশোধনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করার সময় অনিচ্ছাকৃত কোন ভুল থেকে গেলে, তা সংশোধন করতে পারবে আবেদনকারীরা। আবেদন সংশোধন করা যাবে ২৫ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles