কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 2023-24
পদের নাম- PRT, Music Teacher, PGT, TGT & Non Teaching
যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলো হলো- PGT: Physics, Chemistry, Maths, BIO, English, Hindi, Comp Science, TGT: English, Hindi, Maths,Science, S.St, Sanskrit, Art Education & Computer Instructor
মোট শূন্যপদ- ২০ টি।
শিক্ষাগত যোগ্যতা– KVS -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে কর্মী নিয়োগ
ইন্টারভিউয়ের তারিখ- ১৫/০২/২০২৩ ও ২৫/০২/২০২৩
ইন্টারভিউ স্থান- Kendriya vidyalaya BSF Krishnanagar and Kendriya vidyalaya Ranaghat
Official Notification: Download Now
Official Website: Click Here