ভারতের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর পক্ষ থেকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের। মোট ২২টি শুন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে উচ্চমানের বেতনের পাশাপাশি মিলবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা। তাই যেসব চাকরিপ্রার্থীদের বর্তমানে একটি সরকারি চাকরির একান্তই প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, শূন্য পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ বয়সসীমা, আবেদনের নিয়ম, নিয়োগ পরীক্ষার সিলেবাস, মাসিক বেতন ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
পদের নাম- RBI এর পক্ষ থেকে সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের বিবরণ-
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সিভিল বিভাগে মোট ১৪টি এবং ইলেকট্রিক্যাল বিভাগে মোট ৮টি শূন্যপদ তৈরি হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্যও বিশেষ শূন্যপদ রয়েছে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা-
প্রতিটি চাকরিপ্রার্থীকে RBI এর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী হিসেবে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে মোট তিন বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্সে ন্যূনতম নম্বর থাকলে তবেই চাকরি প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য হবেন। এর পাশাপাশি প্রতিটি প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষতা রাখতে হবে।
আবেদনকারীর বয়সসীমা-
ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যবর্তী চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত পরিমাণ ছাড় পেয়ে যাবেন।
মাসিক বেতন- এখানে প্রতি মাসে মূল বেতন হিসাবে ৩৩,৯০০ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি বিভিন্ন ভাতা পাবেন নিয়োজিত কর্মীরা।
আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার শেষ দিন ২০/০১/২০২৫।
আরও পড়ুনঃ কলেজ পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আবেদনের যোগ্যতা কি লাগবে?
নিয়োগ প্রক্রিয়া- প্রথমে ব্যাংকের লিখিত পরীক্ষা এবং তারপরে স্থানীয় ভাষার দক্ষতা বিচারের মাধ্যমে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাস-
এক্ষেত্রে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে মোট ৩০০ নম্বরের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে ব্যাংকের পক্ষ থেকে। লিখিত পরীক্ষার সিলেবাসের মধ্যে ইংরেজি, রিজনিং এবং ইঞ্জিনিয়ারিং এর দুটি পেপার রাখা হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।