এক নজরে
RPF Constable Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) -এর পক্ষ থেকে ৪৬৬০ টি শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের মধ্যে ৪২০৮ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। ৪৫২ টি পদে নিয়োগ করা হবে সাব-ইন্সপেক্টর। উক্ত নিয়োগের আবেদন প্রক্রিয়া আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে শুরু হবে। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।
RPF Constable Recruitment 2024
RPF কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল প্রেস নোটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে উল্লিখিত শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে।
Board Name | Railway Recruitment Board (RRB) |
Post Name | RPF Constable and SI |
Total Vacancies | 4660 (4208 Constable + 452 SI) |
Application Start Date | 15th April 2024 |
Application End Date | 14th May 2024 |
Official Website | www.rpf.indianrailways.gov.in |
RPF Constable Recruitment Application Process
RPF নিয়োগ ২০২৪ এর আবেদন জানানোর ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীদের বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। অনলাইন আবেদনপত্রে আবেদন নথিভুক্ত করার সময় কোন ভুল হলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আবেদন জানানোর পূর্বে অবশ্যই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং নির্দেশগুলি পড়ে নেয়া উচিত।
১. আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২. এখানে নিজের নাম, ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনকারী একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
৩. রেজিস্ট্রেশন এর পর পাওয়া আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট পোর্টালে লগইন করতে হবে আবেদনকারীদের।
৪. এরপর নির্দিষ্ট আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। এবার প্রস্তাবিত ফরমেট অনুযায়ী নিজের সমস্ত ডকুমেন্টস, সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
৫. সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্টস আপলোড করার পর নির্দিষ্ট আবেদন ফি পোর্টালে উল্লিখিত পদ্ধতিগুলির মাধ্যমে জমা করতে হবে।
৬. সবশেষে সম্পূর্ণ আবেদনপত্রটির তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদন সাবমিট করতে হবে।
RPF Constable Recruitment Application Fee
অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে সাধারণ এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যদিকে তপশিলি জাতিভুক্ত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০/- টাকা জমা করতে হবে।
RPF Constable Recruitment Eligibility
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবল পদের জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। অন্যদিকে সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে।
RPF Constable Recruitment Age Limit
সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োগের জন্য কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা ন্যূনতম ১৮ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা নূন্যতম ২০ বছর বয়স থেকে এখানে আবেদন জানাতে পারবেন। দুই ক্ষেত্রেই আবেদন জানানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় থাকবে।
RPF Constable Recruitment Selection Process
মূলত ৫ টি ধাপের পরীক্ষার মাধ্যমে উক্ত শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমত কম্পিউটারের মাধ্যমে অনলাইন লিখিত পরীক্ষা (CBT) হবে। এরপর শারীরিক পরীক্ষা (PET & PMT) আয়োজিত হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল এক্সামিনেশন করা হবে। এরপর সমস্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী চূড়ান্ত মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করা হবে।
RPF Constable Recruitment Exam Pattern
এখানে মূলত ১২০ নম্বরের লিখিত পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষার সময়সীমা হল ১ ঘন্টা ৩০ মিনিট। মোট ১২০ টি MCQ প্রশ্ন থাকে। যার মধ্যে ৩৫ টি প্রশ্ন পাটিগণিত সংক্রান্ত, ৩৫ টি প্রশ্ন জেনারেল এন্টালিজেন্স এবং রিজিনিং সংক্রান্ত, বাকি ৫০ টি প্রশ্ন জেনারেল স্টাডিজ সংক্রান্ত।
RPF Constable Physical Efficiency Standards
কনস্টেবল পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে। লং জাম্প করতে হবে ১৪ ফুট এবং হাই জাম্প করতে হবে ৪ ফুট। মহিলা প্রার্থীদের ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৩ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে। লং জাম্প করতে হবে ৯ ফুট এবং হাই জাম্প করতে হবে ৩ ফুট।
সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে। লং জাম্প করতে হবে ১২ ফুট এবং হাই জাম্প করতে হবে ৩ ফুট ৯ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৪ মিনিটের মধ্যে। লং জাম্প করতে হবে ৯ ফুট এবং হাই জাম্প করতে হবে ৩ ফুট।
সাধারণ জাতিভুক্ত প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬৫ সেন্টিমিটার। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬০ সেন্টিমিটার। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬৩ সেন্টিমিটার।
RPF পরীক্ষার জন্য দুর্দান্ত গাইড বুক 👇👇👇
RPF Constable Recruitment Syllabus
এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা আয়োজিত হয় মোট তিনটি বিভাগের প্রশ্নের উপর। জেনারেল এওয়ারনেস বিষয়ের মধ্যে ইতিহাস, রাজনীতি, ভূগোল, অর্থনীতি, স্ট্যাটিক সচেতনতা, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, কম্পিউটার এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মত বিষয়গুলি থাকে। পাটিগণিতের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতি, শতাংশ, অনুপাত, গড়, লাভ-ক্ষতি, পরিমাপ, সময় এবং দূরত্ব ইত্যাদি বিষয়গুলি থাকে। অন্যদিকে জেনারেল ইন্টালিজেন্স বিষয়ের মধ্যে সাদৃশ্য, কোডিং এবং ডিকোডিং, গাণিতিক অপারেশন, ম্যাট্রিক্স, মিসিং টার্ম ইত্যাদি বিষয়গুলি থাকে।