পরীক্ষা প্রস্তুতি

RRB NTPC 30 December 1st Shift Analysis in Bangla

Advertisement

RRB NTPC 30 December 1st Shift Analysis: আজ 30 ডিসেম্বর, 2020 বুধবার। ইতিমধ্যেই আজকের প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের NTPC পরীক্ষার প্রথম শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। RRB NTPC 30 December 1st Shift Analysis (Based on candidates memory).

১) গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? উঃ প্রমোদ শাওয়ান্ত।
২) 2022 কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? উঃ Birmingham (ইংল্যান্ড)।
৩) জো বাইডেন আমেরিকার কততম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? উঃ 46 তম।
৪) রিপাবলিক বুক বইটির লেখক কে? উঃ Plato।
৫) রায়তওয়ারি বন্দোবস্ত- চালু করেন টমাস মনরো (1820)।
৬) OCED -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ প্যারিস। OCED এর পুরো নাম Organisation for Economic Co-operation and Development
৭) জোজি লা পাস কোথায় অবস্থিত? উঃ লে শহর।

RRB NTPC 30 December 1st Shift Analysis

৮) 1 কিলোবাইট = কত বাইট? উঃ 1024 বাইট।
৯) মহাবীর -এর অপর নাম কি? উঃ বর্ধমান।
১০) Dream 11 সংস্থার CEO -এর নাম কি? উঃ হর্ষ জৈন।
১১) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সোনা উৎপন্ন হয়? উঃ কর্ণাটক।
১২) তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়? উঃ 2 জুন 2014।
১৩) পশ্চিমবঙ্গের মোট দৈর্ঘ্য কত? উঃ 4156 কিমি।
১৪) গোবি মরুভূমি কোথায় অবস্থিত? উঃ মঙ্গোলিয়া।
১৫) কামায়নি নামক বইটির লেখক কে? উঃ জয় শংকর প্রসাদ।

RRB NTPC 30 December 1st Shift Analysis

১৬) 2020 চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার কে পেয়েছেন? উঃ Harvey J. Alter (মার্কিন যুক্তরাষ্ট্র), Michael Houghton (ইংল্যান্ড), Charles M. Rice (মার্কিন যুক্তরাষ্ট্র)।
১৭) DHCP -এর পুরো নাম কি? উঃ Dynamic Host Configuration Protocol.
১৮) IBM সংস্থার CEO -এর নাম কি? উঃ আরবিন্দ কৃষ্ণ। IBM- international business Machine.
১৯) Demonetisation কত সালে হয়েছিল? উঃ 2016 সালের 8 নভেম্বর।
২০) Demonetisation -এর সময় RBI এর গভর্নর কে ছিলেন? উঃ উর্জিত প্যাটেল।
২১) ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? উঃ মধুমেহ ।
২২) ACTH এর সম্পূর্ণ নাম কি? উঃ Adrenal Cortico Tropic Hormone.

RRB NTPC All Shift Questions

Related Articles