এক নজরে
RRB NTPC Practice Set: রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্য প্রতিদিন ফ্রী প্র্যাকটিস সেট পিডিএফ ডাউনলোড করুন। Railway NTPC পরীক্ষার জন্য সিলেবাস ও বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে RRB NTPC পরীক্ষার জন্য কমনযোগ্য প্র্যাকটিস সেট পাবলিশ করা হলো। RRB NTPC Practice Set PDF in Bengali.
RRB NTPC Practice Set PDF in Bengali
This practice set will play an important role in your RRB NTPC exam preparation. Every MCQ question is most important for upcoming railway NTPC exam. Start your preparation from these questions. Total 15 important MCQs are given in this post. You can also download RRB NTPC Practice Set PDF (Bengali).
NTPC Practice Set PDF in Bengali
1) ভর / আয়তন =?
[A] ভরবেগ
[B] বল
[C] ঘনত্ব
[D] নিষ্ক্রিয়তা
উত্তরঃ ঘনত্ব।
2) রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি?
[A] রবীন্দ্র বিদ্যালয়
[B] জ্ঞানধাম বিদ্যালয়
[C] বিশ্ব ভারতী
[D] সেবাগ্রাম পাঠশালা
উত্তরঃ বিশ্ব ভারতী।
3) যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু করলে নীচের কোন অবস্থাটা হবে?
[A] সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে
[B] জল উপচে পড়ে যাবে
[C] জলের স্তর আগের মতই থেকে যাবে
[D] জলের স্তর একটু নেমে যাবে, যেহেতু বরফ গলছে
উত্তরঃ জলের স্তর আগের মতই থেকে যাবে।
4) _______________ ছিল পান্ডার রাজধানী।
[A] গয়া
[B] দ্বারা সমুদ্র
[C] মাদুরাই
[D] কাঞ্ঝীপুরম
উত্তরঃ মাদুরাই।
5) সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়?
[A] সোনা
[B] রুপা
[C] সিলিকন
[D] তামা
উত্তরঃ সিলিকন।
6) নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়?
[A] জলের জলীয় বাষ্পে রূপান্তর
[B] দুধের দইয়ে রূপান্তর
[C] লোহার মরিচা পড়া
[D] আমাদের দেহে খাদ্যের হজম
উত্তরঃ জলের জলীয় বাষ্পে রূপান্তর।
7) রক্ত নালীর লাল যোগ কলা কোনটি?
[A] ডব্লিউ বি সি
[B] রক্ত
[C] প্লাসমা
[D] আর বি সি
উত্তরঃ রক্ত।
8) নিম্নলিখিত প্রিন্সিপাল গুলোর মধ্যে কোনটির ওপর মহাকাশে একটি রকেট কাজ করে?
[A] শক্তির সংরক্ষণ প্রিন্সিপাল
[B] ভর সংরক্ষণের প্রিন্সিপাল
[C] দ্রুতির সংরক্ষণ প্রিন্সিপাল
[D] ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপাল
উত্তরঃ ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপল।
9) 1946 এ ভারতের সংবিধান রচনা করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত করে _______________দ্বারা।
[A] ক্যাবিনেট মিনিস্টার্স প্ল্যান
[B] ক্যাবিনেট মিশন প্ল্যান
[C] ক্যাবিনেট মিনিস্ট্রি প্ল্যান
[D] ক্যাবিনেট মিশিনারি প্ল্যান
উত্তরঃ ক্যাবিনেট মিশন প্ল্যান।
RRB NTPC Previous Year Questions
10) বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ________________ অবস্থার কথা বলেছেন?
[A] 5
[B] 2
[C] 3
[D] 4
উত্তরঃ 5
11) একটি অনিসিক্ত মানব ডিম্বাণুতে থাকে-
[A] XY ক্রোমোজোম
[B] একটি Y ক্রোমোজোম
[C] XX ক্রোমোজোম
[D] একটি X ক্রোমোজোম
উত্তরঃ একটি X ক্রোমোজোম।
12) নীচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়?
[A] লাল লিটমাসকে নীল করে
[B] জলীয় মাধ্যমে/গলিত অবস্থায় OH^-সরবরাহ করে
[C] নীল লিটমাসকে লাল করে
[D] এটি স্বাদে তেতো
উত্তরঃ নীল লিটমাসকে লাল করে।
13) নীচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু?
[A] রুপা
[B] সোনা
[C] কপার
[D] অ্যালুমিনিয়াম
উত্তরঃ সোনা।
14) জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স হল ___।
[A] 65
[B] 62
[C] 70
[D] 58
উত্তরঃ 65
15) চাপ = ______________ ।
[A] ঘাত×আয়তন
[B] আয়তন/ঘাত
[C] আয়তন+ ঘাত
[D] ঘাত/আয়তন
উত্তরঃ ঘাত/ আয়তন
PDF Download Now: Click Here