এক নজরে
Railway NTPC PYQ PDF in Bengali: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।
Railway NTPC PYQ PDF in Bengali
আজকের এই পোস্টে ২০১৯ সালের Railway NTPC পরীক্ষার ১৫ টি জেনারেল নলেজের প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।
NTPC Previous Year Question Paper PDF Download in Bengali
Railway NTPC পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Previous Year Question সেটগুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Previous Year Question সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।
Railway NTPC Syllabus 2024: Click Here
Railway NTPC Previous Year Question in Bengali Part- 3
1) জাতিসংঘের অষ্টম মহাসচিব কে ছিলেন ?
[A] আন্তোনিও গুতেরাস
[B] কফি আন্না
[C] উ থান্ট
[D] বান-কি-মুন
উত্তর: বান-কি-মুন।
2) নিম্নলিখিত ভারতীয় খনিগুলির মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনি?
[A] তুম্মালাপাল্লে খনি
[B] জাদুগুদা খনি
[C] নরওয়াপাহার খনি
[D] ভাতিন খনি
উত্তর: তুম্মালাপাল্লে খনি।
3) থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে, যেটি সম্রাট রাজরাজ নির্মাণ করেছিলেন?
[A] বৃহদেশ্বর মন্দির
[B] রঙ্গনাথস্বামী মন্দির
[C] থাঞ্জাভুর মন্দির
[D] লর্ড মুরগান মন্দির
উত্তর: বৃহদেশ্বর মন্দির।
4) নিম্নলিখিত শহর গুলির মধ্যে কোন শহরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কটন মিলের সঙ্গে যুক্ত হয়েছে?
[A] বেঙ্গালুরু
[B] মাদুরাই
[C] কোয়েম্বাটুর
[D] চেন্নাই
উত্তর: কোয়েম্বাটুর।
5) যখন চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করা হয়েছিল তখন বর্ধমানের রাজা কে ছিলেন?
[A] তেজচাঁদ
[B] মেহতাপ চাঁদ
[C] সঙ্গম রাই
[D] আবু রায়
উত্তর: তেজচাঁদ।
6) ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপন করা হয়েছিল?
[A] আহমেদনগর
[B] এলাহাবাদ
[C] আহমেদাবাদ
[D] ঔরঙ্গাবাদ
উত্তর: আহমেদাবাদ।
7) ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?
[A] বাংলা
[B] সুরাট
[C] দিল্লি
[D] বোম্বে
উত্তর: বাংলা।
8) ভারতের রাষ্ট্র পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
[A] 1952
[B] 1950
[C] 1953
[D] 1951
উত্তর: 1953।
9) নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়?
[A] অ্যাক্সন
[B] ডেনড্রাইট
[C] দেহকোশ
[D] কোনোটিই নয়
উত্তর: ডেনড্রাইট।
10) এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
[A] গতি
[B] নির্ভুলতা
[C] ডেটা স্টোরেজ
[D] বুদ্ধিমত্তার ভাগফল
উত্তর: বুদ্ধিমত্তার ভাগফল।
11) আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়?
[A] 29 এপ্রিল
[B] 28 এপ্রিল
[C] 27 এপ্রিল
[D] 30 এপ্রিল
উত্তর: 29 এপ্রিল।
12) ভারতে প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু, কত সালে?
[A] 1955
[B] 1967
[C] 1965
[D] 1957
উত্তর: 1957।
13) কে খিলাফত আন্দোলনে নেতৃত্ব দেন?
[A] মহাত্মা গান্ধী
[B] আলি ভাতৃদ্বয়
[C] মহম্মদ আলি জিন্নাহ
[D] আবুল কালাম আজাদ
উত্তর: আলি ভাতৃদ্বয়।
14) জাতিসংঘের প্রধান অঙ্গটি চিহ্নিত করুন যা 1994 সালে স্থগিত হয়েছিল?
[A] আন্তর্জাতিক বিচার আদালত
[B] সাধারণ পরিষদ
[C] নিরাপত্তা পরিষদ
[D] বিশ্বাসযোগ্য পরিষদ
উত্তর: বিশ্বাসযোগ্য পরিষদ।
15) নিম্নলিখিত কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
[A] ভারত
[B] জাপান
[C] কানাডা
[D] চীন
উত্তর: চীন।
PDF Download: Click Here