পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে ৩৩৬৬ শূন্যপদে অ্যাপ্রেন্টিশিপ -এর বিভিন্ন পদে প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, অষ্টম শ্রেণী পাশ ও আইটিআই পাশে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। Railway Recruitment Cell (RRC) Apprentice 2021.
ডিভিশনের নাম- হাওড়া। মোট শূন্যপদঃ ৬৫৯ টি (জেনারেল- ২৭০, এসসি- ৯৮, এসটি- ৪৯, ওবিসি- ১৭৭, ই.ডব্লিউ.এস.- ৬৫)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ২৮১ টি, ওয়েল্ডার- ৬১ টি, Mech (MV)- ৯ টি, Mech (Dsl)- ১৭ টি, Mech (MV)- ৯ টি, কার্পেন্টার- ৯ টি, পেইন্টার- ৯ টি, লাইনম্যান (জেনারেল)- ৯ টি, Wareman- ৯ টি, Ref & AC Mech- ১৭ টি, ইলেকট্রিশিয়ান- ২২০ টি, Mechanic Machine Tool Maint- ৯ টি।
ডিভিশনের নাম- শিয়ালদহ। মোট শূন্যপদঃ ১১২৩ টি (জেনারেল- ৪৫৮, এসসি- ১৬৭, এসটি- ৮৪, ওবিসি- ৩০৩, ই.ডব্লিউ.এস.- ১১১)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার/ ইলেকট্রিশিয়ান- ৪৩০ টি, Wareman- ৮৯ টি, Mech. Ref & AC- ৩৯৫ টি, লাইনম্যান- ৪০ টি, ওয়েল্ডার C & W- ৩১ টি, ফিটার/ Mech (C&W)- ১০৮ টি, ওয়েল্ডার (Engg)- ৩০ টি।
ডিভিশনের নাম- আসানসোল। মোট শূন্যপদঃ ৪১২ টি (জেনারেল- ১৬৭, এসসি- ৬২, এসটি- ৩০, ওবিসি- ১১২, ই.ডব্লিউ.এস.- ৪১)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ১৫১ টি, টার্নার- ১৪ টি, ওয়েল্ডার- ৯৬ টি, ইলেকট্রিশিয়ান- ১১০ টি, Mech (Diesel)- ৪১ টি।
ডিভিশনের নাম- মালদা। মোট শূন্যপদঃ ১০০ টি (জেনারেল- ৪৩, এসসি- ১৪, এসটি- ০৭, ওবিসি- ২৬, ই.ডব্লিউ.এস.- ১০)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ইলেকট্রিশিয়ান- ৪০ টি, Ref. & AC Cond Mech- ৬ টি, ফিটার- ৪৭ টি, ওয়েল্ডার- ৩ টি, পেইন্টার- ২ টি, কার্পেন্টার- ২ টি।
বিকাশ ভবন স্কলারশিপ ২০২১ঃ ক্লিক করুন
নবান্ন স্কলারশিপ ২০২১ঃ ক্লিক করুন
ডিভিশনের নাম- কাঁচরাপাড়া। মোট শূন্যপদঃ ১৯০ টি (জেনারেল- ৮২, এসসি- ২৬, এসটি- ১৩, ওবিসি- ৫০, ই.ডব্লিউ.এস.- ১৯)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ৬১ টি, ওয়েল্ডার- ৩৬ টি, ইলেকট্রিশিয়ান- ৬৭ টি, Machinist- ৬ টি, Wareman- ৩ টি, কার্পেন্টার- ৮ টি, পেইন্টার- ৯ টি।
ডিভিশনের নাম- লিলুয়া। মোট শূন্যপদঃ ২০৪ টি (জেনারেল- ৮৫, এসসি- ৩১, এসটি- ১৪, ওবিসি- ৫৪, ই.ডব্লিউ.এস.- ২০)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ৮০ টি, Machinist- ১১ টি, টার্নার- ৫ টি, ওয়েল্ডার- ৬৮ টি, পেইন্টার জেনারেল- ৫ টি, ইলেকট্রিশিয়ান- ১৫ টি, Wareman- ১৫ টি, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং- ৫ টি।
ডিভিশনের নাম- জামালপুর। মোট শূন্যপদঃ ৬৭৮ টি (জেনারেল- ২৭৩, এসসি- ১০১, এসটি- ৫২, ওবিসি- ১৮৪, ই.ডব্লিউ.এস.- ৬৮)।
বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদঃ ফিটার- ২৫৪ টি, ওয়েল্ডার- ২২০ টি, Machinist- ৪৮ টি, টার্নার- ৪৮ টি, ইলেকট্রিশিয়ান- ৪৩ টি, ডিজেল মেকানিক- ৬৫টি।
বয়স- প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে 10+2 সিস্টেমে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে।
ওয়েল্ডার, সিট্ মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারমান, কার্পেন্টার পেইন্টার পদের ক্ষেত্রে প্রার্থীকে অষ্টম পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Railway Recruitment Cell – এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি- ১০০ টাকা এবং SC/ ST/ PWBD/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন প্রকার আবেদন ফি লাগবে না। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক ও ITI এর নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসারে স্টাইপেন পাবেন।
আবেদন শুরু- ০৪/১০/২০২১ সকাল ১০ টা থেকে।
আবেদন শেষ- ০৩/১১/২০২১ বিকেল ৬ টা পর্যন্ত।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here