রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- Nil
পদের নাম- Lady Teacher (Secondary & Higher Secondary)
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Physics, Chemistry, Mathematics, Biology, Psychology, Statistics, Computer Science, Nutrition, Computer Application, Bengali, English, Sanskrit, Political Science, Geography, History, Education সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.ed করে থাকলে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
কলকাতা বন্দরে ৪৫ হাজার বেতনের চাকরি
Kolkata Job Fair 2023
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি প্লেন পেপারে এপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশন প্রার্থীরা sisterniveditaoffice@gmail.com -এ ইমেল অথবা স্কুলের পোস্ট বক্সে জমা করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- ৩০ জানুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here