পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বরাবরই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে অন্যতম হল রাজ্যের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা। এই প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া এবং ভবিষ্যৎ জীবনকে সুগম করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো সহানুভূতি স্কলারশিপ। এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা নিজেদের মাধ্যমিক এবং তার পরবর্তী উচ্চ শিক্ষার জন্য সরকারের কাছ থেকে পেয়ে যাবেন আর্থিক সাহায্য।
আজকের প্রতিবেদনে সহানুভূতি স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হলো। এই প্রতিবেদন থেকেই এই মেধাবৃত্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, আবেদনের সময়সীমা এবং স্কলারশিপের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন।
প্রকল্পের নাম- পশ্চিমবঙ্গ রাজ্যের সহানুভূতি প্রকল্প।
প্রকল্পের উদ্দেশ্য- রাজ্যের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যাতে লেখাপড়া করে ভবিষ্যতে সমাজে নিজেদের স্থান গড়ে তুলতে পারেন সেই দিকেই এবারে দৃষ্টিপাত করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে এই প্রকল্প শুরু করা হলো।
উচ্চ মাধ্যমিক পাশে মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ
সহানুভূতি প্রকল্পে আবেদনের যোগ্যতা- ২০২৪-২৫ অর্থবর্ষে সহানুভূতি প্রকল্পে আবেদনের জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। যেগুলি হল-
১) আবেদনকারীকে অবশ্যই ৪০ শতাংশের বেশি প্রতিবন্ধী হতে হবে।
২) দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
৩) আবেদনকারীকে অবশ্যই নবম শ্রেণী বা তার উচ্চ শ্রেণীর পড়ুয়া হতে হবে।
৪) রাজ্য কেন্দ্রীয় সরকারের অন্য কোন মেধা বৃত্তির সুবিধাভোগী হলে সেই ছাত্র-ছাত্রী এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
৫) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক আবেদনকারীকে অফলাইন মাধ্যমে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক বিবরণের সঙ্গে পূরণ করে যে কোন কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র অ্যাটাচ করে দিতে হবে। https://meels.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা।
আরও পড়ুনঃ সিলেবাস সহজ করতে ১৯টি বিষয়ে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আবার পরিবর্তন
আবেদনের শেষ তারিখ- ২৭/১২/২০২৪
প্রয়োজনীয় নথিপত্র
১) প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের জেরক্স
২) পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
৩) আবেদনকারীর পরিচয় পত্র
৪) ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code
৫) আবেদনকারীর পূর্ব শ্রেণীর মার্কশিট ইত্যাদ।
Application Form (Bengali): Download Now
Proforma of Income Certificate: Download Now
Official Notification: Download Now