অন্যান্য খবর

মাত্র ২১ বছরে IAS অফিসার, কোচিং ছাড়াই UPSC পরীক্ষায় সফল সক্ষম গোয়েল

Advertisement

দেশের অন্যতম কঠিন পরীক্ষা  ইউপিএসসি। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মুখের কথা নয়। পাশাপশি ধরেই নেওয়া হয় , বিনা কোচিংয়ে ইউপিসিতে উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ২১ বছর বয়সে IAS হলেন সক্ষম গোয়েল। গোটা দেশে তার ব়্যাঙ্ক ২৭। তাও আবার প্রথম প্রচেষ্টায় কোনো কোচিং ছাড়াই। আসুন তাঁর চমকপ্রদ সাফল্যের কাহিনী শুনে নেওয়া যাক।

উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা সক্ষম গোয়েল। ২০১৫ সালে সেন্ট কনরেডস ইন্টার কলেজ থেকে দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর দিল্লি বসন্তকুঞ্জের ডিপিএস থেকে ২০১৭ সালে দ্বাদশ শ্রেণীর পাঠ শেষ করেন। এর পাশাপশি তিনি দিল্লি সেন্ট স্টিফেন্স কলেজের পলিটিক্যাল সাইন্স এবং ইকনোমিক্স বিষয়ে স্নাতক ।

আরও পড়ুনঃ হোটেল ক্লিনার থেকে আইএএস অফিসার আব্দুল নাসার

স্নাতক কোর্সের শেষ বছর থেকেই শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। কোনো কোচিং সেন্টার নয়, নিজের উদ্যোগেই শুরু করেন প্রাথমিক প্রস্তুতি। অনলাইনে ভিডিও দেখে রুটিন মাফিক নিজেই বানাতেন সমস্ত নোটস। সঙ্গে ছিল কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যবসায়।

প্রথম চেষ্টাতেই ইউপিএসসি উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি রাজস্থানের চুরুতে আইএএস প্রশিক্ষণার্থী পদে নিযুক্ত।  তিনি জানিয়েছেন কোনো কোচিং-এ নয় বরং নিজে পড়াশোনা করেই আজ তিনি সফল। বিনা কোচিং- এও যে এই পরীক্ষায় সফল হওয়া যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সক্ষম গোয়েল । তার মতে,  সঠিক রুটিন এবং নিয়ম মেনে পড়াশোনা করলেই এই পরীক্ষায় সাফল্য পাওয়া সম্ভব। আর তাই  দেশের সমস্ত যুবক-যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন IAS সক্ষম গোয়েল।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

বিনা কোচিংয়ে সফল IAS সক্ষম গোয়েল

Related Articles