রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে চুক্তির ভিত্তিতে নিযুক্ত রয়েছেন ডেটা এন্ট্রি অপারেটররা। এতদিন কাজে যোগ দেওয়ার সময় তাঁদের বেতন ছিল ১৩ হাজার ৪০০ টাকা। তবে সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি অফিসে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এবার থেকে রাজ্যের সরকারি অফিসে ডেটা এন্ট্রি অপারেটররা কাজে যোগ দিলে তাঁদের প্রাথমিক মাসিক বেতন হবে ১৬ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপারেটরদের কাজের বছর অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি পাবে। প্রথমে কাজে যোগ দিলে বাৎসরিক ৬০০ টাকা বেতন বাড়বে। পাঁচ বছর কাজ করার পর বেতন ২০ হাজার টাকা হলে বছরের বেতন বৃদ্ধি হবে ৭০০ টাকা। এরপর কাজের বছর অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধির পরিমাণ হবে এক হাজার টাকা।
আরও পড়ুনঃ বিশ্বভারতীতে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, এতদিন অপারেটরদের বেতন বাড়তো বছরে ৫০০ টাকা করে। তবে এবার অপারেটরদের বেতন বৃদ্ধির হার যথেষ্টই বাড়ালো রাজ্য সরকার। সম্প্রতি অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০১৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে নিযুক্ত অপারেটররা এই নয়া বেতনের সুবিধা লাভ করবেন। ইতিমধ্যে রাজ্যের এই সিদ্ধান্তে খুশি ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত কর্মীরা।