কলকাতায় মাইক্রোওয়েভ ইলেকট্রনিক রিসার্চ সেন্টারে প্রশিক্ষণ দ্বারা বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে- মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত বিশদে আলোচনা করা হলো।
যেসব ট্রেড নিয়োগ করা হবে সেগুলি হলো- ১) ফিটার, ২) ইলেকট্রনিক, ৩)ইলেকট্রনিক্স/ মেকানিক, ৪) COPA/ PASAA, ৫) মেশিনিস্ট
মোট শূন্যপদ- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- COPA/ PASAA ট্রেড বাদে বাকি ট্রেড গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। এবং COPA/ PASAA ট্রেডে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে, যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
স্টাইপেন্ড- কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবেনা। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে হাজিরা দিতে হবে। ইন্টারভিউ এর তারিখ ২০/৪/২০২২।
ইন্টারভিউয়ের স্থান- SOCIETY FOR APPLIED MICROWAVE ELECTRONICS ENGINEERING AND RESEARCH PLOT – L2, BLOCK – GP, SECTOR – V, SALT LAKE ELECTRONICS COMPLEX, KOLKATA – 700091,Ph: 033 2357 4875 / 4894, Email: hrd@mmw.sameer.gov.in
চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনের চাকরির সুযোগ
নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের অভিজ্ঞতা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে।
Daily Job Update: Click Here
Official Notice: Download Now
Official Website: Click Here