চাকরির খবর

রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Advertisement

সারগাছি রামকৃষ্ণ মিশনে স্থায়ী পদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। Ramakrishna Mission Assistant Teacher Recruitment 2022.

পদের নাম- সহকারী শিক্ষক।
বিষয়- বাংলা।
শিক্ষাগত যোগ্যতা- বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। সাথে বি.এড ট্রেনিং থাকতে হবে।
বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করা যাবে অফলাইনে। এক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে একটি মুখবন্ধ খামে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নীচে দেওয়া হলো।


আবেদন ফী- আবেদন করার জন্য আবেদন ফী বাবদ মোট ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফী জমা দিতে হবে স্কুল নির্ধারিত একাউন্ট নম্বরে। A/C No. 34106623582 (State Bank of India, Sargachi Brtanch, IFSC Code : SBIN0015206)
আবশ্যিক যোগ্যতা- এই পদের ক্ষেত্রে কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Secretary Sargachi Ramakrishna Mission High School, P.O.- Sargachi Ashrama, Dt.- Murshidabad, Pin- 742408.
আবেদনের শেষ তারিখ- ১৬ এপ্রিল, ২০২২।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে

নির্বাচন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র জমা করার পর যোগ্য প্রার্থীদের নাম বিদ্যালয় এর অফিশিয়াল ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। একই সঙ্গে লিখিত পরীক্ষার তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। এছাড়া নির্দিষ্ট ঠিকানায় এডমিট কার্ড পাঠানো হবে। এরপর লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে একাডেমিক ও অন্যান্য যোগ্যতার নম্বর যুক্ত করে নির্দিষ্ট তালিকা নির্দিষ্ট নিয়মে তৈরি করা হবে। এরপর যোগ্য চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notice: Download Now
Application form: Click Here
Join Telegram Channel: Click Here

Related Articles